আমাদের কথা খুঁজে নিন

   

কবি সাহিত্যিকদের উপাধি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। আমরা অনেক কবি সাহিত্যিকের কবিতা বা গল্প পড়ে থাকি। তাঁদের লেখা ভালো লাগে। তাঁদের রচনার ভাবধারাকে প্রাধান্য দিয়ে বিদ্বজ্জনেরা তাঁদেরকে নানা উপাধিতে ভূষিত করেছেন। নিচে তার কিছু উল্লেখ করলাম। কবি / সাহিত্যিক - উপাধি আব্দুল কাদির - ছান্দসিক কবি আলাওল - মহাকবি আব্দুল করিম - সাহিত্য বিশারদ ঈশ্বর গুপ্ত - যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র - বিদ্যাসাগর কাজেম আল কোরায়েশী - কায়কোবাদ কাজী নজরুল ইসলাম - বিদ্রোহী কবি গোবিন্দ্র দাস - স্বভাব কবি গোলাম মোস্তফা - কাব্য সুধাকর জসীম উদ্দিন - পল্লী কবি জীবনানন্দ দাশ - রূপসী বাংলার কবি/ তিমির হননের কবি/ ধুসর পাণ্ডুলিপির কবি ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ - ভাষা বিজ্ঞানী নজিবর রহমান - সাহিত্যরত্ন নূরন্নেসা খাতুন - সাহিত্য স্বরসতী / বিদ্যাবিনোদিনী ফররুখ আহমদ - মুসলিম রেনেসাঁর কবি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় - সাহিত্য সম্রাট বাহরাম খান - দৌলত উজীর বিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি বিদ্যাপতি - পদাবলীর কবি বিষ্ণু দে - মার্কসবাদী কবি মধুসূদন দত্ত - মাইকেল মুকুন্দরাম - কবিকঙ্কন মুকুন্দ দাস - চারণ কবি মোজাম্মেল হক - শান্তিপুরের কবি যতীন্দ্রনাথ বাগচী - দুঃখবাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর - বিশ্বকবি, নাইট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - অপরাজেয় কথাশিল্পী শেখ ফজলুল করিম - সাহিত্য বিশারদ, রত্নকর শ্রীকর নন্দী - কবিন্দ্র পরমেশ্বর সমর সেন - নাগরিক কবি সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের যাদুকর সুধীন্দ্রনাথ দত্ত - ক্লাসিক কবি সুকান্ত ভট্টাচার্য - কিশোর কবি সুভাষ মুখোপাধ্যায় - পদাতিকের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী - স্বপ্নাতুর কবি হেমচন্দ্র - বাংলার মিল্টন  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।