আমাদের কথা খুঁজে নিন

   

এই লেখাটা হুমায়ুন আহমেদ স্যারের জন্য কুরবানি (উৎসর্গ) করা হলো

আমার সম্পর্কে কিছু বলার স্পর্ধা এখনও আমার হয়নি…. হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিনের দিন নেটের আওতায় ছিলাম না….তাই আজকে ওনার জন্মদিনের ইপহার সরূপ স্যারের বইয়ের নামগুলো দিয়ে একটা কথপোকথন সাজালাম……এই ধরনের কথপোকখন ব্যপারটা পুরোনো হলেও ওনার বইয়ের নাম দিয়ে এর আগে আমার চোখে পড়েনি…..  এই শুভ্র এই  কিরে কি বল?  আজ দুপুরে তোমার নিমন্ত্রন  কি জন্যে?  আজ চিত্রার বিয়ে তাই! ছেরের নাম কি?  হিমু  কই থাকে?  মীরার গ্রামের বাড়ি  তাহলে তো ভালো খবর….চল চা খাই  আজ আমি কোথাও যাবো না  কেন?  কোথাও কেই নেই  কেন…কই গেছে?  সবাই গেছে বনে  তাইলে বিয়ের আয়োজন কে করবে?  আমি এবং আমরা  আমরা মানে তোর সাথে কে?  মৃন্ময়ী, নিষাদ, কুটুমিয়া…তারা তিন জন  তাইলে আর কারে দরকার?  তোমাকে  কেন?  মৃন্ময়ীর মন ভালো নেই  কেন কি সমস্যা?  ভয়  কিসের ভয়?  সে আসে ধীরে  কে আসে?  ছেলেটি  কোথাকার ছেলে?  অন্যভুবন  কোথায় আসে?  দরজার ওপাশে  এটা আবার কোন ধরনের হেলুসিনেশন?  তন্দ্রাবিলাস  সত্য হবার চান্স কতটুকু?  শূণ্য  তাইলে মৃন্ময়ী এসব বলে কেন?  এলেবেলে অদ্ভুত সব গল্প  যাই হোক...আমি যাবো না...আমি তোকে কোথা্ও ডাকলে তুই যাস?…  তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে  হুমম বুজছি....তো কতক্ষন থাকতে হবে? কিছুক্ষন  ওকে ,কোথায় যাইতে হবে এখন?  গৌরীপুর জংশন…  কাকে আনতে যাইতে হবে ওখানে?  পুতুল  ওকে আমি তাইলে গেরাম ওখানে...তুই যা....…  আবার দেখা হবে… “আবার দেখা হবে” নামে স্যারের কোন বই নেই.,…..তবে নামটা ভালো স্যার লিখতে পারে এই নামে বই….কজন ভক্ত পারে লেখককে বই এর নাম উপহার দিতে???!?!?!?!?!?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।