আমাদের কথা খুঁজে নিন

   

গাই রিচিঃমাস্টার অফ গ্যাংস্টার মুভি (মুভি রিভিউ)

"অ্যাবসার্ড" আমি মূর্খ পরথমে ভাবচিলাম গাই রিচি বুঝি আলতু ফালতু কোন পরিচা্লক। যার পরথম পরিচয় মেডোনার জামাই জাউজ্ঞা, কি ভাবচিলাম এইটা বইলা আর নিজের গিয়ান এর দৌড় সবাইরে জানাইতে চাইনা। উস্তাদের পরথম মুভি দেখসিলাম "স্ন্যাচ" দেইখা ভিরমি খাওয়ার দশা আমার। কাউরে আর কইলাম না আমি আসলে কি ভাবতাম এতদিন ব্রাড পিট, জেসন স্তেথাম,ডেল টোরো,আলান ফোরড এইসব চিজ গুলারে নিয়া এক কাহিনী বানাইসে রিচি ভাই কি নাই এই মুভিতে, বক্সার, জুয়াড়ি, রাশিয়ান গ্যাংস্টার, চোর, ডাকাত সব মিলাইয়ে এক অস্থির অবস্থা। একটা মহামূল্যবান হিরক খণ্ড ঘিরে ছবির কাহিনী।

ইউরো ট্রিপ এর ম্যান ইউ এর উগ্র সাপরটার এর কথা মনে আছে আপনাদের?? তার নাম ভিনি জোন্স। সে খুব মজার একটা রোল করসে এই মুভিতে। তার নাম থাকে বুলেট টুথ টনি চরম সিরিয়াস কাহিনীর ভেতর কিভাবে যেন কমেডি মিশায় দিসে। অসাধারন ডিরেকসন, সিনেমাটোগ্রাফি, স্টোরি টেলিং সব মিলায়ে জটিল। স্ন্যাচ মুক্তি পায় ২০০০ সালে।

রান টাইম ১০৪ মিনিট। তারপরে দেখলাম, "লক স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস" যদিও এটা আরও আগে বানাইসে ১৯৯৮ সালে। মুভি মেকিং প্রায় সেইম। তবে খুব ই মজার সিনেমা। চার বন্ধু তাদের সব জমানো টাকা জিনিয়াস জুয়াড়ি এডির হাঁতে তুলে দেয়।

কোন টাকা জিতা টো দুরের কথা উল্টা আরও হাফ মিলিওন ঋণ হয়ে যায় তাদের। তাও আবার ভয়ঙ্কর এক গড ফাদার এর কাছে। এই টাকা যোগাড় নিয়েই বাকি কাহিনী। এই মুভিতে কে যে কার হাঁতে মরে এটা বুজতে আপনার টাইম লাগবে ৩৮তম সেরা ফিল্ম ইন ব্রিটিশ ফিল্ম হিষ্ট্রি। ভালো পুরষ্কারই পাইসে বলা যায়।

তারও পর দেখলাম, রক অ্যান রোলা জেরারড বাটলার, টম উইল্কিন্সন, এবং মার্ক স্ত্রং অভিনীত এই মুভি আগের ২ টা কে ছাড়ায়ে যেতে পারে নাই তবে উপভোগ্য। পুরাই বেতিক্রম এক স্টাইলে সিনেমা বানাইসে এবং তা অসাধারন। সব সিনেমার প্লট লন্ডন, ব্রিটিশ উচ্চারন( আপনাকে বিরক্ত ও করতে পারে, তবে সিনেমার কাহিনীর সাথে ব্রিটিশ উচ্চারন ভালোই লাগসে) এ ডায়লগ। এখন আমি কোন মুভি দেখলেই কইতে পারুম এটা রিচি বানাইসে কিনা। আপনি যদি গ্যাংস্টার মুভি পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য ফরজ হল গাই রিচি পরিচালিত "লক স্টক অ্যান্ড টু স্মকিং বেরেল", "স্ন্যাচ" এবং "রক অ্যান রোলা" এই ৩ টা মুভি দেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।