আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা..... ২৬-শে মার্চ-এ জামাত-শিবিরের গায়ে লাগা আগুন এবার কি বিএনপিরও গায়ে লেগেছে ?

আমার লেখা পড়ে.................. আগামী কাল ২৭ শে মার্চ হরতাল । আজ ২৬ শে মার্চ । স্বাধীনতা দিবস । এ দিন দল মত নির্বিশেষে উৎযাপন করে । সাধারণ রাজনৈতিক অসচেতন মানুষও স্ত্রী পুত্র পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ঘুরে যায় ।

এবার যেহেতু গনআন্দোলন চলছে জামাত শিবিরের বিরুদ্ধে তাই মানুষের আবেগও থাকবে একটু বেশী । যারা একেবারেই এ বিষয়ে নির্লিপ্ত তারা ঘর থেকে বেশি সংখ্যক বের হবেন । হরতালের আগের রাতে শুরু হয় জ্বালাও পোড়াও । জনগনও মোটামুটি হরতালের আগের সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যায় জ্বালাও এর ভয়ে । এবার হরতালের জ্বালাও পোড়াও শুরু হইছে আজ সকাল থেকেই ।

কিন্তু হওয়ার কথা আজ সন্ধ্যা থেকে । এখন প্রশ্ন আসা স্বাভাবিক কেন আজ নিয়ম ভঙ্গ হলো তাও এই ২৬-শে মার্চে । বিষয়টা কি এমন হতে পারে ২৬-শে মার্চ-এ জামাত-শিবিরের গায়ে লাগা আগুন এবার বিএনপিরও গায়ে লেগেছে ? বেশীর ভাগ মানুষই এসব দিনে ঘর থেকে বের হয় বিকেলে । তাই হরতালের আগের সন্ধ্যায় জ্বালাও পোড়াও এর ভয়ে অনেক মানুষ সকালের দিকেই বের হতো, তারা যেন ভয় পেয়ে বের না হয় । অথবা সকালের অবস্থা দেখে যেন মানুষ আরও বেশী ভয় পাবে, কারণ সকালেই যদি এই অবস্থা হয় বিকালে না জানি কি পরিমান জ্বালাও পোড়াও হয়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।