আমাদের কথা খুঁজে নিন

   

ওরা যখন আমর জন্য এল তখন প্রতিবাদ করার কেউ অবশিষ্ট ছিল না

oracle.samu@googlemail.com গতকাল রাত থেকেই মেজাজটা চরম খারাপ হয়ে আছে, অবশ্য সচরাচর এমটা হয় না কারন এই শ্রেণীর ঘটনা এখন এতটাই নিয়মিত হয়ে গেছে যে সম্ভবত তা সকলের গা সওয়া হয়েগেছে। কাল রাতে হটাৎ রিএকশল হওয়ার মূলে রয়েছে প্রথম-আলোর এই Click This Link নিউজটি । আমি আশা করেছিলান আজ অন্তর্ত পত্র-পত্রিকাগুলতে অথবা নিদেন পক্ষে প্রথম আলোতে এর বিরুদ্ধে জড়ালো কোন প্রতিবাদ ছাপা হবে । কিন্তু হায়! আমার প্রত্যাশা বৃথা হয়ে গেল, আতি-পাতি করে খুজেই কোন প্রতিবাদের চিন্হ পর্যন্ত পেলাম না। আমাদের সর্বজন শ্রদ্ধেয় (!) কলামিস্ট ও বুদ্ধিজীবীগত অনেক আগেই তাদের মগজ ও কলম দুটিই বন্ধক রেখেছে আত্ন-উন্নয়নে।

আজ প্রমান পেলাম এদের বিবেকটাও বন্ধক পড়েছে সংকির্ণ দলীয় আনুগত্বে। ঠিক একই অবস্থা ছিল তৎকালীর জার্মানিতে যখন নাজিরা ক্রমশ্য শক্তিশালী হচ্ছিল। জেগে ঘুমানো বুদ্ধিজীবী প্রেতাত্বাগুলকে নাজি উৎথানের বিরুদ্ধে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন মার্টিন নওমুলার তার বিখ্যাত পংতিমালার মাধ্যমে First they came for the communists, and I didn't speak out because I wasn't a communist. Then they came for the trade unionists, and I didn't speak out because I wasn't a trade unionist. Then they came for the Jews, and I didn't speak out because I wasn't a Jew. Then they came for me and there was no one left to speak out for me. প্রথম তারা এল কম্যুনিস্টদের ধরতে আমি প্রতিবাদ করিনি কারন আমি কম্যুনিস্ট নই তার পর ওরা এল শ্রম নেতা-কর্মিদের ধরতে আমি প্রতিবাদ করিনি কারন আমি শ্রমিক নই তার পর ওরা এল জিওসদের ধরতে আমি প্রতিবাদ করিনি কারন আমি জিওইস্ট নই তার পর ওরা যখন এল আমায় ধরতে তখন প্রতিবাদ করার জন্য কেউ অবশিষ্ট ছিল না আজ আমাদের অবস্থাও তাই হতে যাচ্ছে সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযোদ্ধা কবী আল-মাহমুদকে রাজাকার বলেছে, আমরা কেউ প্রতিবাদ করিনি; হাফ-মন্ত্রী কামরুল বীর উত্তম জীয়াকে পাকিস্তানী চর বলেছে, আমরা কেউ প্রতিবাদ করিনি। আজ শওকত মোমেন শাহজাহান বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধীবলেছে, আমরা এর ও কোন প্রতিবাদ করব না; অচিরেই বীর উত্তম কর্নেল অলী আহমেদ ও হয়ত রাজাকার আক্ষা পাবে আমরা কেউ হয়ত প্রতিবাদ করব না। এক সময় এরা আমাকেই রাজাকার বানিয়ে ফেলবে আর তখন প্রতিবাদ করার জন্য আমি চিৎকার ও করতে পারব না।

- - এই ১০ টি লাইনগুল কাল প্রথম আলোর মন্তব্যে লিখে ছিলাম, আর আজ আশ্চর্য হয়ে দেখলাম পত্রিকাটি তা ছাপতেও ভয় পাচ্ছে..........। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।