পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে গিয়ে আমি আমার নিজেকে পুরো মেলে ধরতে পারি পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে গিয়ে আমি দেখাতে পারি আমার ন্যাংটা শরীর আমি জানি আজ যদি আমি আমার নিজেকে পুরো খুলে দেখায় তাহলে এমন অচেনা হয়ে উঠবো তোমার কাছে যে তুমি তখন নিজেকে যতটুকু চেনো তাও ভুলে যাবে আমি জানি ভবিষত এক সংশয়ের নাম আর বর্তমান শুধু আমার চারপাশে দেয়াল হয়ে উঠছে আর অতীত ভ্রান্তির স্রোতের এক বদ্ধ জলাশয় আজ এই সময়ে আমাদেরকে আলাদা করে রেখেছে পশ্চিম, দক্ষিণ , উত্তর আর পুবের বাতাস ধুলো ঝড়ের মাঝখানে আটকা পড়ে পথ হারানো এক শিশুর অসহায় মুখের মত আমাদের সব সম্পর্ক মানুষের হাতে হাতে বদল হয়ে যাওয়া ফুল শুধু এখন মানুষের মনহীনতার ফুলের ধারণা আর তার রঙ শুধু রঙের একটা কঙ্কাল যা আমাদের চরম নিঃস্ব অতীত , বর্তমান আর ভবিষতহীন মনটাকে কোন রকম আগলে রাখে তবু আজ যদি তোমার সামনে আমি নিজেকে পুরো ন্যাঙ্গটা করে ফেলি তাহলে তুমি কি ভুলে যেতে চাইবে তোমার ন্যাঙ্গটো শরীরের সব কামনা জীবন থেকে তুমি কি পালাবে নাকি আমার থেকে পালাবে নাকি নিজের থেকে পালাবে নাকি মৃত্যু থেকে পালাবে যখন তোমার চারপাশের পৃথিবী মরে গেছে তোমার জন্ম হবার অনেক আগেই ????? তবু তোমার কফিনের দিকে আমি আগাচ্ছি আমার ঘুনেপোকা ধরা কফিন হাতে যখন আমরা সবাই জেনে গিয়েছি ভবিষত এক সংশয়ের নাম আর বর্তমান শুধু আমার চারপাশে দেয়াল হয়ে উঠছে আর অতীত ভ্রান্তির স্রোতের এক বদ্ধ জলাশয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।