আমাদের কথা খুঁজে নিন

   

লক করে রাখুন দরকারী ফাইল বা ফোল্ডার : পছন্দ করার মত একিট সফট্

সত্য কখনো লুকানো যায় না লক করে রাখুন দরকারী ফাইল বা ফোল্ডার : পছন্দ করার মত একিট সফট্ আশা করি সবাই ভাল আছেন। আজ আমি শেয়ার করব ফোল্ডার লক করার দারুন একটি সফটওয়্যার। কম্পিউটারের একাধিক ব্যবহারকারী থাকলে প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করার বিভিন্ন সফটওয়্যার আছে,তবে এদের মাঝে ইজি ফাইল লকা্র অন্যতম এবং বেশ নির্ভরযোগ্য। মাত্র 226 KB এর ফ্রীওয়্যার এই সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

এবার সফটওয়্যারটি ইন্সটল করে সিস্টেম মেনু থাকে পাসওয়ার্ড সেট করে নিন। এবার ফোল্ডার লক করতে Edit মেনু থাকে Add Folder এ ক্লিক করুন এবং setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান, সেটি নির্বাচন করুন। এবার Accessable, Writeable, Deleteable, visible থেকে দরকারি অপশন গুলো নির্বাচন করে Ok করুন। ব্যাস আপনি যদি Accessable নির্বাচন না করেন, তাহলে ওই ফোল্ডার কেউ পড়তে পারবে না। এভাবে আপনি ইচ্ছামতো ফাইল বা ফোল্ডার বিভিন্ন ভাবে লক করে রাখতে পারেন।

পরে সেট করা ফাইল বা ফোল্ডারের এই সেটিংস পরিবর্তন বা মুছতে পারবেন। আরেকটি দারুন ব্যাপার হলো, সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়া কেউ আনইন্সটল করতে পারবে না। কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। ডাউনলোড করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।