আমাদের কথা খুঁজে নিন

   

।। স্ত্রীর উদ্দেশ্যে নৈবেদ্য-বাচন / টি. এস. এলিয়ট (১৮৮৮-১৯৬৫) ।।

বাঙলা কবিতা -------------------------- এই যে ঝাঁপিয়ে পড়া আনন্দ, হাঁটাচলাকালে, যা আমাদের সজ্ঞানতাকে ত্বরান্বিত করে আর এই যে ছন্দোময়তা, নিদ্রাকালে, আমাদের নিঃশ্বাসের ঐকতানকে যা নিয়ন্ত্রণ করে, এর জন্য যাদের কাছে আমি ঋণী তাদেরকেই বলি যুগল, যাদের দেহদুটি একে অপরের শরীরের গন্ধ ছড়ায় উচ্চারিত ধ্বনির তোয়াক্কা না করেই যারা ভাবতে থাকে অভিন্ন ভাবনা আর অর্থময়তার ধার না ধেরেই বিড়বিড় করতে থাকে একই কথা। শীতের কোনওই বিরক্তির হিমেল হাওয়া জমিয়ে দেবে না গ্রীষ্মের কোনও চণ্ড-রোদই আউড়িয়ে দেবে না বাগানের ওই গোলাপগুলিকে, যারা আমাদের এবং কেবলই আমাদের তবু এই নৈবেদ্য অন্যদের পাঠ ও অবগতির জন্য: প্রকাশ্য জনসমক্ষে বলা এইসব একান্ত বাচন, তোমারই উদ্দেশ্যে। --------------------- বাঙলায়ন : রহমান হেনরী ---------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।