কাল রাতের খবরেই দেখেছিলাম যে মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ হেরে যাওয়া তে যত টা অবাক হই নি, এই সিদ্ধান্তে তার চেয়ে বেশি অবাক হয়েছি। উনি নাকি ব্যাথতার দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাক্তিগত ব্যারথতা এই সিরিজে হইত আছে (৫,২৬,৩২ রান) কিন্তু তাই বলে অধিনায়কত্ব ছেড়ে দেয়া টা সমাধান নয়। প্রথম ৫ জন ব্যাটস ম্যান তিন ম্যাচের কোনো টাতেই ৫০ রান পেরুতে পারেন নি।
মুশফিক বাংলাদেশের কাপ্টেন হিসেবে তার যগ্যতা অনেক আগেই প্রমান করেছেন। সামনে থেকে লিড দেয়েছেন প্রায়শ। তার চেয়ে বড় ব্যাপার এই মুহুরতে অন্য কোনো যোগ্য অধিনায়ক ও নেই। মাহমুদ্দল্লাহ রিয়াদ সহ-অধিনায়ক হিসেবে আছেন যিনি নিজেই দলে মাঝে মাঝে জাইগা পান না।
সাকিব-আমিম এর অভিনয়কত্ব পরিক্ষিত।
বাকি থাকেন অনভিজ্ঞ নাসির এবং আব্দুর রাজ্জাক যিনি আবার টেস্ট এ খেলেন না।
আমরা জানি মুশি একটু অবেগি কিন্তু আবেগ নিয়ে নয় এখন বাস্তবতা বুঝতে হবে।
সেই সাথে আমি আমাদের রাজনৈতিক নেতা দেরও বলব কিছু শিখুন। দায়িত্বের ভার নিতে শিখুন।
বাংলাদেশ ক্রিকেট বর্ড আশা করি মুশফিক কে বঝাতে সক্ষ্মম হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।