শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব। ঝালকাঠির সুগন্ধা নদীতে ইলিশের জাল তুলছেন তিন নারী ও এক শিশু। যে কাজটি একান্তই পুরুষের বলেই বিবেচিত, পেটের টানে তাও করতে বাধ্য হচ্ছে এই তিন নারী। সুগন্ধা নদীতে পুরুষ ও মহিলা মিলে জাল টানতে দেখেছি বহু নৌকায় কিন্তু একজনও পুরুষবিহীন জাল তুলতে এবারই প্রথম দেখলাম। ছবিটি তুলেছিলাম গত ০৪-১১-২০১১ তারিখে। আরও একটি ছবি। জীবিকার সন্ধানে চোরাচালান। এসব মহিলাদেরকে কি এই প্রফেশন থেকে ফিরিয়ে আনা যায় না? পুলিশি প্রহরায় সকলের চোখের সামনে চলছে চোরাচালান। হিলি বন্দর থেকে তোলা চোরাচালানের মাল ট্রেন বদল হচ্ছে। হিজরারাও ব্যস্ত চোরাচালানে.... ওপার থেকে চালান আসার অপেক্ষায়.... এদের জন্য আমরা কি কিছুই করতে পারি না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।