সুন্দরী যারা সুন্দরী তারা কোনকালেই নিঃসঙ্গ নয়। তাদের থাকে মোমবাতি শরীর মায়াবতী উঠোন আর চুড়ির রিমিঝিম। পুরানো শহর আমার পুরানো চেনা শহরের ফুসফুস প্রায়ই ভরে উঠে দুঃখবিলাসে, আমি প্রায়ই ঘুমিয়ে পড়ার আগে আমার পুরানো শহর ঘুরে আসি। সমুদ্রের ঘুম যে পাখির পায়ে ঘুঙুর লাগিয়ে দেই সে উড়ে উড়ে সমুদ্রে যায়, ঘুঙুরের রিনিঝিনি শুনে শুনে ইনসোমিনিয়াক সমুদ্র ঘুমায়। লোকটা বাউন্ডুলে অলিগলিতে ঘুরে ঘুরে যে লোক চে গুয়েভারা হওয়ার স্বপ্ন দেখত, সে লোকটা এখন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পার্ট টাইম দারোয়ান। ছায়া ছায়ার জন্য কাঁদতে নেই- রোদ উঠলেই সে চলে আসবে। তাই চলুন মন খারাপ না করে রোদ এবং ছায়ার জন্য অপেক্ষা করি! ------------------- গিট্রু - ০০১ গিট্টু-০০২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।