http://www.facebook.com/Kobitar.Khata গতকাল মেইল ওপেন করে দেখি একটি মেইল। যাতে লেখা ছিল-
হ্যালো,
আমার নাম হারান Anira আমি দেখেছি (http://www.prothom-alo.com) আপনার প্রোফাইল আজ এবং আপনার সম্বন্ধে আরো জানতে আকর্ষণীয় হয়ে, আমি আপনাকে আমার বাক্স থেকে পাঠানো ই মেইল আমার মত হবে আমার দুর্মূল্য আমাকে মেইল পাঠান সরাসরি আমার ইমেইল ঠিকানা যাতে আমি আমার চমৎকার ছবি পাঠাতে এবং আপনি ধন্যবাদ যোগাযোগ আমার উদ্দেশ্য বলতে হবে.
থেকে মিস্ Anira.
প্রথম আলোর কথা বলাতে একটু বিভ্রান্ত হয়েছিলাম, তাই ভাবলাম একটা রিপ্লাই দিয়ে দেখি। রিপ্লাইতে লিখেছি-
হ্যালো,
আমি আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। প্রথম আলো থেকে যে প্রোফাইল দেখা যায় তাও জানতাম না। যাইহোক, আপনি আমার সম্পর্কে কি জানতে চান এবং কেন জানতে চান আমি ঠিক ক্লিয়ার না।
আর অন্যের সম্পর্কে জানার আগে নিজেকে জানাতে হয়। ধন্যবাদ।
একটু আগে মেইলের জবাব হিসেবে এসেছে-
আমার প্রিয় পাঠক,
কিভাবে ওইখানে আপনি আজকের? আশা করি আপনি আমাকে যেমন সূক্ষ্ম. আমার আজকের দেখুন তৈরীর জন্য ঈশ্বরের ধন্যবাদ. আমার নাম হারান Anira Koroma, আমি 24years পুরোনো কিন্তু বয়স সত্যিকারের সম্পর্ক মধ্যে নয সুতরাং, আমি আপনার বয়সের সাথে আরামদায়ক, আমি সিয়েরা লিওন থেকে আফ্রিকা UNHCR OFADEC উদ্বাস্তু মধ্যে বর্তমানে সেনেগাল সাড়ে বসবাস আমি কারণে গৃহযুদ্ধ থেকে আমার দেশে যাওয়া.
আমার দেরী পিতা জনি পল Koroma ছিল বিশেষ অঞ্চলে যেখানে হীরা খনি অবস্থিত ছিল রাষ্ট্র এবং সিয়েরা লিয়ন এলাকা নিয়ন্ত্রণ সাবেক প্রধান. আগে বিদ্রোহীরা আক্রমন আমাদের বাড়িতে এক কাকভোর (অন 1st জুন 2003) ঘোষিত আমার বাবা এবং মা বিভ্রান্তিকর পরিস্থিতির অধীন লাইবেরিয়া প্রতিবেশী মধ্যে মৃত.
এটা শুধুমাত্র আমার যে বর্তমানে জীবিত এবং আমি নিকটবর্তী দেশ ইউনিসেফের সহায়তায় এই শিবির আমি একটি উদ্বাস্তু হিসেবে আমি বর্তমানে জীবিত থেকে আমাকে এনেছিলেন সঙ্গে সেনেগাল আমার পথ পরিচালিত.
আমি আপনার সার্চইঞ্জিন এবং dislikes সম্পর্কে আরো জানতে চান, আপনার শখ আমার পরবর্তী মধ্যে নিজেকে সম্পর্কে আরো বলতে হবে
মেইল. আমি জোড়া আপনি এখানে আমার ছবি, যদিও আমি যে বিচ্ছুরিত নই, আমি আশা করি আপনার আপত্তি হবে.
আমি আপনার কাছ থেকে soonest থেকে শুনতে অপেক্ষা.
চুম্বন
Anira
লেখা পড়লেই বুঝা যায় এটা ট্রান্সলেট সফটওয়্যার দিয়ে অনুবাদ করা। সে তার লেখার মাধ্যমে প্রথমে সহানুভুতি আদায়ের চেষ্টা করছে। পরে হয়তো তার আসল রূপ প্রকাশ করবে।
এই মেইল হয়তো আরো অনেকেই পেয়েছেন বা পাবেন। অনেকে হয়তো প্রতারিত হতে পারেন তাই আগে থেকে সাবধান করে দেয়ার জন্য আমার এই ব্লগ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।