এতকিছু ... ওই সিনেমার জন্যই... রব ফকিরকে এক মহান সাধক মনে হয়। নির্লোভ সন্ত ধরণের মানুষ। তিনি কুষ্টিয়ার বাউল। তার গান আপনারা অবশ্যই শুনে থাকবেন "বাংলা" ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম "প্রত্যুতপন্নমতিত্ব" তে লালন সাঁইজির গানে গেস্ট ভোকাল হিসেবে আব্দুর রব ফকির গান গেয়েছিলেন।
এই ঈদে একতার মিউজিক থেকে বের হয়েছে রব ফকিরের একক এ্যালবাম "শব্দের ঘরে"
নামটি শুনে মনে হতে পারে এটি কোন ছবিরহাট ঘরানার কোন শিল্পির একক অ্যালবাম কিংবা ভিন্ন ধাঁচের কোন ব্যান্ডের অ্যালবাম এর নাম।
কিন্ত না। এটি লালন সাইয়ের একটি গানের শিরোনাম এবং এই অ্যালবামের সব গানই লালন সাঁইয়ের নিজের।
গানগুলি অবশ্যই ভালো লাগার মতো করে তৈরী করা। রব ফকির মূলধারার প্রকৃত বাউল। সবাইকে সিডি কিনে শোনার জন্য ডাক দিয়ে যাই।
অ্যালবামের দশটি গান হলো:
জগৎ মুক্তিতে ভোলালেন সাঁই
দেখিলাম সংসার
সাধ্য কি রে আমার
গেরো গাঙের ক্ষ্যাপা
পুণর্জনম
ধন্য আশেকি জনা
যে পথে সাঁই চলে ফেরে
শব্দের ঘরে নিঃশব্দ করে
গোষ্ঠে চলো হরি মুরারী
আল্লাহ বলো মনরে পাখি
বি:দ্র: কাভার ডাউনলোডের জন্য দরিদ্রতে গিয়ে দেখি অ্যালবামটি আছে সেখানে। তবে ডাউনলোডের চেয়ে অ্যালবাম কেনা মিউজিক ইন্ড্রাট্রির জন্য স্ব্যাস্থকর। যদিও আমি ফুয়াদ"দের মেশিনপ্রসুত অ্যালগুলি কেনা কে পাপ মনে করি এবং শিরোনামহীনসহ যারা অ্যাকোস্টিক ও ননমেশিনপ্রসুত প্রকৃত সাউন্ড ব্যবহার করেন তাদের এ্যালবাম ডাউনলোগকের পাপ মনে করি।
কুৎবি যখন কফের জ্বালায়
তাগা তাবিজ বাঁধবি গলায়
তাতে কী তোর হবে ভালায়
মস্তকে জল শুষ্ক হলে।
(লালন সাঁইজি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।