আমাদের কথা খুঁজে নিন

   

এই সেই কন্যা সাহসিকা নিপা এবং স্বামী হিরণ । েক িঠক ?

ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে øাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন ফারজানা। ফারজানারা চার বোন ও এক ভাই। বাবা বিআরডিবিতে চাকুরী করে । স্বামী হিরণ : মোঃ শওকত আলী খান হিরণ আনোয়ারা মঞ্জিল সিনিয়র মাদ্রাসা রোড কলাপাড়া, পটুয়াখালী মুঠোফোন: ০১৭১৫...৬..৫৯ ই-মেইল বিএসসি (অনার্স ), এমএসসি(গণিত ),বিএড (প্রথম শ্রেণী ), সি-ইন-এড (প্রথম শ্রেণী )। আট ভাই । বেলা ১১: ১১: ১১: সময় কলাপাড়া উপজেলা পরিষদ জামে মসজিদ পটুয়াখালী শুভ বিবাহ অনুষ্ঠিত হয় । বরের ফুফু তাহমিনা বেগম কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কনের বড় দুলাভাই ইসরাত লিপটন প্রথম আলোর সাংবাদিক ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।