শীত মৌসুমের শুরুতে প্রথমবারের মতো ঘন কুয়াশার কারণে আজ সোমবার ভোররাত চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত পাঁচ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় মাঝ নদীতে আটকে পড়া চারটি ফেরির ৬০টি যানবাহনের দেড় সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়ে। একই সঙ্গে উভয় ঘাটে আরও ছয়টি ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকলেও কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে বেশ কিছু গাড়ি আটকে আছে। পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা জানান, পাটুরিয়া প্রান্তেও দেড় শর মতো ট্রাক ও বাস আটকে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।