এই যাযাবর নরক শহরে এসেছে একদল যাজক অপার খুলে যাবে ঘুম কাতুরে মানুষের এঁটে থাকা চোখের নেকাব আজ এই অস্থির সকালে। যাজকের শুভ্র গাঙচিল দৃষ্টিতে বিদ্ধ হবে নক্ষত্রের নিল সুর, অঢেল মুহূর্তেরা হুমড়ি খেয়ে পরে যাবে ফেনিল সমুদ্রের কাছে। এক সময় বিশাল ক্যানভাস থেকে উঠিয়ে নিবে ঈশ্বরের নিরাকার ইছার সারেস শহরের মধ্য থেকে নরক আর যাযাবর শব্দাবলী, আর তখনই যাজকেরা তাদের শুভ্র ; আলখেল্লায় আবৃত দেহে চষে দেদে জীবনের সবুজ জমিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।