আমাদের কথা খুঁজে নিন

   

Word press এর সমস্যার সমাধান চাই।

www.allusefultips.com আমার একটা ওয়েবসাইট আছে। http://itechnologytips.com/ আমি এটিতে Word press এর মাধ্যমে পোস্ট দিয়ে থাকি। কিন্তু কি হল জানি না, এখন দেখি আমার রিসেন্ট পোস্টগুলো প্রথমে দেখাচ্ছে না। যেমন- আমি ১১ নভেম্বর একটা পোস্ট করেছি। এরপর আমি আরো পোস্ট করেছি।

কিন্তু প্রথমে ১১ নভেম্বর এর পোস্টটি দেখাচ্ছে। ১১ নভেম্বর এর পর যা পোস্ট করেছি সেগুলো Archive থেকে পাচ্ছি। আমি এখন বুঝতেছি না কি কারণে এরকম হচ্ছে। কারো এ সমস্যার সমাধান জানা থাকলে দয়া করে জানাবেন। আমি আমার পোস্টগুলোতে Next Blog এবং Previous Blog যোগ করতে চাই।

এবং প্রতিটি পেজে Next Page এবং Previous Page যোগ করতে চাই। এগুলো যোগ করতে হলে আমাকে কোন Plugin টা ইনস্টল করতে হবে?? জানা থাকলে দয়া করে জানাবেন। লেখায় কোনরকম ভুলত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।