আমাদের কথা খুঁজে নিন

   

Result পূনঃমুল্যায়ন শেষ কথা নয়...... কোটা প্রথা বাতিলের দাবী এখন সবচেয়ে মূখ্য দাবী ।

লেখাটি ফেসবুকে পেলাম। ভাল লাগল তাই শেয়ার করলাম। Result পূনঃমুল্যায়ন শেষ কথা নয়...... কোটা প্রথা বাতিলের দাবী এখন সবচেয়ে মূখ্য দাবী । আজ এইচ টি ইমাম সাহেবের একটি স্বাক্ষাৎকার শুনলাম টেলিভিশনে । তিনি বললেন, যারা আজ শাহাবাগে জমায়েত হয়েছে তারা নাকি জামাত - বি এন পি এর ইশারায় এসেছে ।

মিস্টার ইমাম আপনি এখন বলুন আমি কী জামাতের লোক ...... সত্যি আপনি পারেনও বটে । ৩৩ তম বিসিএস এ আপনার মেকানিজম তো আর কারো অজানা নয় । এইচ টি ইমাম সাহেব আরো বললেন শুধু বাংলাদেশ নয় USA, CANADA, AUSTRALIA এমনকি ENGLAND সহ অনেক ভালো ভালো দেশে কোটা প্রথা চালু আছে । কিন্তু স্যার সেটা কী প্রথম শ্রেনীর কর্মকর্তাদের জন্য ? আর তা হলেও কী আমাদের দেশের মত ৫৫%...... স্যার পরিসংখ্যান আপনি একা জানেন এটা ভাবলে আপনি বোকার রাজ্যে বাস করছেন । আপনি বললেন আজ যারা শাহাবাগে এসেছিল তারা বিএনপি-জামাতের লোক ।

স্যার আপনি একথা বলার আগে কী এটাও ভাবলেননা যে এদের মধ্যে অনেকেই আছে যারা সুখে-দুঃখে আওয়ামীলীগের সাথী । তাদের কে কী হারিয়ে ফেললেননা এর মাধ্যমে । মুক্তিযোদ্ধারা দেশের কৃতি সন্তান, তাদের অসম্মান করার সাহস আমার নেই । তারা বীর, তাদের জন্যই আজ এই দেশটাকে পেয়েছি । কিন্তু তাদের সন্তাণেরা করুনা আর অবহেলা নিয়ে বেঁচে থাকবে এটা কেমন কথা ।

মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন নিজ যোগ্যতায়, কারো সাহায্যে নয় । আর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা স্বাধীন দেশে নিজের চেষ্টায় BCS Cadre হতে পারবেনা এটা কী হয়? যে শোষন মূক্ত সমাজের আশায় এই দেশটা স্বাধীন হয়েছিল, তা কী আমরা ৪২ বছরে দূর করতে পেরেছি । আপনারা বীরের সন্তানদেরকে কেন কাপুরুষ প্রমান করতে চান বলুন দেখি। বিসিএস ক্যাডার হওয়া কী মুক্তিযুদ্ধে জয়লাভের চেয়ে কঠিন ? তাহলে যেটা ওনাদের বাবা পেরেছেন সেটা কেন তিনি পারবেননা । আশাকরি কালকের মেধামঞ্চে সবার সরব উপস্থিতি থাকবে ।

কেননা আমাদের যে দেয়ালে পিঠ ঠেকে গেছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।