সূচিপত্র
বিষয়ভিত্তিক সাক্ষাৎকার
আবুল আহসান চৌধুরী : পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ /০৮
আবদুশ শাকুর : চিন্তাবিদ রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রসঙ্গ /২৬
হাসান আজিজুল হক : আমার রবীন্দ্রনাথ /৪১
জুলফিকার মতিন : সাহিত্যিক রবীন্দ্রনাথ /৫৩
অনুবাদ সাক্ষাৎকার
রবীন্দ্রনাথ ঠাকুর
আইনস্টাইন, রোমাঁ রোলাঁ ও এইচজি ওয়েলস /১৩৭
অনুবাদ : নাজিব ওয়াদুদ
প্রবন্ধ
আবদুর রউফ চৌধুরী
চির-নূতনেরে দিলো ডাক, পঁচিশে বৈশাখ /৬২
মোঃ হারুন-অর-রশীদ
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা : শিক্ষাচিন্তায় রবীন্দ্রনাথ /৭৫
মলয় রায়চৌধুরী
রবিঠাকুর আমাদের বাড়িতে নিষিদ্ধ ছিলেন /৮৭
মাসুদ রহমান
রবীন্দ্রনাথের অর্থভাবনা : তাত্ত্বিক পর্যায় /৯২
আহমাদ মাযহার
আমাদের দুঃসময়ের ও রেনেসাঁসের রবীন্দ্রনাথ /৯৭
কুলদা রায় ও এমএমআর জালাল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং রবীন্দ্রনাথ /১০২
অনুবাদ প্রবন্ধ
মোহাম্মদ এ. কাইয়ুম
কল্পিত ‘এক বিশ্ব’ : রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ... /১০৯
অনুবাদ : মীর ওয়ালীউজ্জামান
কল্যাণ কুন্ডু
মুসোলিনি ও রবীন্দ্রনাথ /১২৩
অনুবাদ : রাতুল পাল
আলফওনযো শাহ্কোন
বিস্মৃত শিলা : রবীন্দ্রনাথ ও ল্যাটিন আমেরিকা প্রসঙ্গ /১৩০
অনুবাদ : হিশাম ম. নাজের
নিয়মিত বিভাগ : চলচ্চিত্র
রেজাউল করিম সিদ্দিকী
চোখের বালি : রবীন্দ্রনাথের উপন্যাস ও ঋতুপর্ণের চলচ্চিত্র /১৪৮
অমিতাভ নাগ
চতুরঙ্গ বিষয়ে পাঁচটি কথা /১৫৮
নিয়মিত বিভাগ : বুক রিভিউ
মেহেদী আব্দুল্লাহ
বালিকামঙ্গল : সুপ্ত স্মৃতির ব্যক্ত কথা /১৬২
মশিউর রহমান
জোছনায় পুড়েছিল যারা : ক্ষয়ে যাওয়া স্বপ্নের আখ্যান /১৬৩
তিতুমীর ঋষভ
দ্বিধা : শুদ্ধস্বরে পরিপ্লুত জীবনের শব্দাবলী /১৬৬
তৌহিদ ইমাম
অনির্বাণ ইন্দ্রধ্বনি : স্বপ্নযন্ত্রণা অথবা বৃষ্টির নৈঃশব্দ্য /১৭০
সদ্যসমুজ্জ্বল
মন্ত্রে নামে না বিষ : নাম মাহাত্ম্য /১৭১
স্বচিত্ত স্বচিব
অসমাপ্ত অপেক্ষা : একটি হাঁটি হাঁটি পা পা’র রোডম্যাপ /১৭২
খোলা চিঠি /১৭৫
পৃষ্ঠা : ১৭৬
মূল্য : ৬০ টাকা।
সম্পাদকীয়
নাটক, অনুবাদ ও লোকসংস্কৃতি বিষয়ক সংখ্যার পর প্রকাশিত হচ্ছে ‘শাশ্বতিকী’র রবীন্দ্রনাথ সংখ্যা। রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে ‘শাশ্বতিকী’র এই ক্ষুদ্র প্রয়াস। রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার সুবিধা-অসুবিধা দুই-ই আছে। সুবিধা হচ্ছে লেখা সংগ্রহ করতে খুব বেশি কষ্ট হয় না, একটু ধরলেই লিখে দিতে পারেন যে কেউ।
আর অসুবিধা হচ্ছে মানসম্মত লেখা পেতে যথেষ্ট বেগ পোহাতে হয়, যারা লিখতে পারেন তাঁরা ‘শাশ্বতিকী’র মত ছোটকাগজগুলোকে লিখতে চান না—ফাউ ফাউ লেখেন না আর কী! আমাদের ইচ্ছা ছিল রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার। সেটি করলামও। এখন কতোটা মানসম্মত কাজ হয়েছে সেটা পাঠকরাই বলবে। আমাদের মাথায় অনেকগুলো চিন্তা ছিল- প্রথমে ভেবেছিলাম সম্পূর্ণ সংখ্যাটি হবে অনুবাদভিত্তিক। রবীন্দ্রনাথকে নিয়ে বাইরে যে সব আলোচনা হয়েছে সেগুলো থেকে বাছাই করে কিছু প্রবন্ধ অনুবাদ করে সংখ্যাটি করার।
অনেকে দায়িত্বও নিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যস্ততার কারণে আর পারলেন না। পরবর্তীতে ঠিক করলাম সংখ্যাটি হবে সাক্ষাৎকারভিত্তিক। বিষয়ভিত্তিক সাক্ষাৎকার নিয়ে সাজানো হবে সংখ্যাটি। এক্ষেত্রেও অনেকে দায়িত্ব নিলেন বটে, শেষ পর্যন্ত আর পারলেন না, ঐ ব্যস্ততার কারণেই। কাজেই, শেষ অবধি সংখ্যাটি হয়ে গেলো কয়েকটি নির্দিষ্ট পরিকল্পনার মিশ্রণ।
বেশ কয়েকটি প্রবন্ধও থাকছে বর্তমান সংখ্যায় যার পরিকল্পনা আমরা অনেকদিন থেকেই করে আসছিলাম। রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে ‘কালি ও কলম’, ‘দেশ’, ‘উত্তরাধিকার’সহ বিভিন্ন পত্র-পত্রিকা রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ আয়োজন করেছে, অনেক প্রবন্ধ ছাপা হয়েছে সেখানে। আমরা চাচ্ছিলাম ভিন্ন কিছু হোক। এই সংখ্যায় যে প্রবন্ধগুলো ছাপা হলো তার সবগুলোই যে তথাকথিত ধারা থেকে বের হতে পেরেছে—এ কথা আমি বলছি না। তবে বেশিরভাগ আয়োজনই যে পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে এই ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী।
সাক্ষাৎকারগুলোর কথা আলাদা করে বলতেই হচ্ছে। এগুলো বিষয়ভিত্তিক হওয়ার কারণে পাঠকদের কাছে বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছি। অনুবাদের বিভাগটাও আলাদাভাবে গুরুত্ব পাবার দাবিদার। সেই সাথে রবীন্দ্রনাথের উপন্যাস ‘চোখের বালি’ ও ‘চতুরঙ্গ’ নিয়ে নির্মিত চলচ্চিত্রের সাথে উপন্যাসের তুলনামূলক আলোচনা দু’টি বেশ ভিন্ন মেজাজের হয়েছে, সে কথা বলতেই হচ্ছে। সবমিলিয়ে চূড়ান্ত সমালোচনার কাজটা পাঠকদের ওপরেই ছেড়ে দিলাম।
নিয়োমিত বিভাগে বেশ কয়েকটি বইয়ের আলোচনা প্রকাশিত হলো। আলোচনা করেছেন বেশ কয়েকজন তরুণ, উদীয়মান লেখক।
সর্বোপরি কিছু সীমাবদ্ধতা স্বীকার করেই পাঠকদের হাতে তুলে দিচ্ছি ‘শাশ্বতিকী’র বর্তমান সংখ্যাটি।
সংখ্যাটি পাওয়া যাবে :
আজিজ সুপার মার্কেট, ঢাকা।
কনকর্ড টাওয়ার, ঢাকা।
পড়ুয়া, বগুড়া।
বাতিঘর, চট্টগ্রাম।
বইমেলা, কুষ্টিয়া।
বুক পয়েন্ট, রাজশাহী
***এছাড়াও কুরিয়ার যোগে মাধ্যমে শাশ্বতিকীর রবীন্দ্রসংখ্যাটি পেতে চাইলে ৬০/= মানি অর্ডার অথবা ফ্লেক্সি করে দিলে আপনার ঠিকানায় পৌছে যাবে। সেই সাথে অর্ডার করতে পারেন শাশ্বতিকীর নাটক সংখ্যা(৫০/=), অনুবাদ সংখ্যা(৫০/=) ও ফোকলোর সংখ্যা(৭০/=)।
যোগাযোগ :
মোজাফফর হোসেন, সম্পাদক
০১৭১৭৫১৩০২৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।