আমাদের কথা খুঁজে নিন

   

তারপরে.........নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল তারপরে সে রইলো নীরব কোনো কথা নেই বুকের ভেতর মোঁচড় দিয়ে উঠলো অনেক ভুল করেছি আমি এমনটাই প্রাপ্য ছিলো সে তো পরীক্ষা নিতেই পারে আসলেই কি আমি ভালোবাসি? নাকি এসব মায়া ! মোহ ! এর চেয়ে বড়ো কোনো শাস্তি আছে কিনা আমার জানা নেই ওর নীরবতা আমাকে গিলে খায় অজগরের মতো ইচ্ছে করে সেই মূহুর্তে নিজেকে মেরে ফেলি হঠাৎ করে ও বলে ফেললো "আমি হেরে যেতে চেয়েছিলাম,জয়ী হতে চাইনি এই পরীক্ষায় কেন আমায় জয়ী করলে তুমি?" আমার কাছে কোনো উত্তর ছিলো না তারওপরে ও বললো "ঠিক আছে ভালো থেকো , আমি গেলাম" আমি তখন অস্থিরের মতো ছটফট করতে লাগলাম কন্ঠ দিয়ে কোনো শব্দ বেড়ুচ্ছে না কেন? একেই কি বলে "আপনা মাংসে হরিণা বৈরী?" ভেতর থেকে চিৎকার যেওনা তুমি যেওনা আমি সত্যিই তোমায় ভালোবাসি অনেক পুরোনো কথা অনেককেই বলেছি কিন্তু জানো কেবল তোমাকেই বড্ড ভয় করে এমন আর কারুর জন্যে ভয়ের জন্ম হয়নি ও কি করে জানি বুঝলো কেবল বললো "হুম বলো" চেয়ে রইলাম চোখের দিকে বললাম আমি কি আর ওই বুকে নেই? অনেকক্ষণ আবার নিশ্চুপ তারওপরে বললো "নীলির চোখের দিকে চাইলে আমি জানি কি হয়ে যাই... আসছি..." ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম ২৭ জানুয়ারী,২০১১ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।