আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপ থাকলে শোনার মত একটি গান (লিরিক্স সহ)

অসাড় বিকলাঙ্গ হাতে অপার সুখের ছোঁয়ায় মগ্ন থাকি মনের স্বাস্থ্যগত অবস্থা সুবিধার নয়।মন খারাপ থাকলে পেপার রাইম এর অন্ধকার ঘরে গানটা শুনি। :# আপনাদের জন্য গানটার ল্যরিচস সহ শেয়ার করলাম। ভাল লাগলে নিচের লিঙ্ক থেকে ডাউন লোড করতে পারেন (Click This Link) পেপার রাইম ঃ অন্ধকার ঘরে অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময় তুমি গেছ চলে জানি বিসৃতের অতলে যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায় রেখেছিলাম তোমায় আমার হৃদয়ের গভিরে তবু চলে গেলে এই সাজান বাগান ছেড়ে আমি রয়েছি তোমার অপেক্ষায় নিকষ কাল এই আধারে সৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা ।। একবার শুধু চোখ মেলে দেখো আজ পথে জ্বালি আলো তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে কিছু পুরনো গান কিছু ,পুরানো ছবির অ্যালবাম এসবই আমার সাথি হয়ে রয় কাক ডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে কালো ঘরটা আধারে সরে যায় আমার এই জগত বড় আগলে রাখে আমায় তবু মাঝে মাঝে মনে হয়,মৃত্যুই কি শ্রেয় নয়। আমি রয়েছি তোমার অপেক্ষায় নিকষ কাল এই আধারে সৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা একবার শুধু চোখ মেলে দেখো আজ কত জ্বালি আলো তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে আমার সত্তা ধুলোয় মিশে যেতে চায় অস্থির প্রয়োজনে চাই তোমাকে এইখানে আমি রয়েছি তোমারি অপেক্ষায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।