আমাদের কথা খুঁজে নিন

   

কমান্ড মেন্যু এর মাধ্যমে হার্ডড্রাইভ এর অংশ লুকিয়ে রাখার উপায়

শান্তির লক্ষ্যে ঘুরে বেড়াই এজন্য প্রথমে স্টার্ট মেন্যু থেকে রান ও গিয়ে cmd টাইপ করে এন্টার দিন। Command Prompt চালু হলে c:\Documents and Settings\Administrator এরপর diskpart লিখে এন্টার দেন তাহলে নিচের লেখাগুলো দেখতে পাবেন। এইবার DISKPART> এর পরে লিখুন list volume এবং এন্টার দিন। এখন যেই ড্রাইভটি আপনি হাইড করতে চান এরপর তার ভলিউম নাম্বার লিখুন। যেমন আপনি যদি F ড্রাইভ হাইড করতে চান তাহলে F ড্রাইভ এর ভলিউম নাম্বার লিখে এন্টার দিন। এখানে F ড্রাইভ এর ভলিউম নাম্বার হচ্ছে ২ তাই DISKPART>এরপর লিখুন select volume 2. আপনার ভলিউমটি সিলেক্ট হবে। তারপর হাইড করার জন্য DISKPART>পর লিখুন remove letter f তাহলে আপনার সিলেক্ট করা ড্রাইভটি হাইড হয়ে যাবে। এখন আপনি যদি ড্রাইভটি পুনরায় দেখতে চান তাহলে আপনার হাইড করা ড্রাইভটি একই পদ্ধতিতে সিলেক্ট করে এরপর লিখুন assign letter f এবং Command Prompt টি বন্ধ করে দিন। মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি দেখতে পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.