আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিভাগের এক ছাত্রীর করূণ মৃত্যু : আর কত মেধাবীরা এভাবে অকালে ঝরে যাবে ???

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" অণুজীব বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণ হলো না নাদিয়ার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে বাসের সঙ্গে খাদে মুখ থুবড়ে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রীর স্বপ্ন। গতকাল শনিবার ভোরে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাদিয়াসহ চারজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটন-াকবলিত বাসের হেডলাইট ত্রুটিপূর্ণ ছিল এবং চালক বেপরোয়া-ভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন আহত যাত্রীরা। দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্রী নাদিয়া সুলতানা (২৪) ছাড়াও তার শ্বশুর খলিলুর রহমান (৫০), ঢাকার সবুজবাগ থানার আবদুল মালেক ভূঞার পুত্র দেলোয়ার হোসেন(২৮) ও তেজগাঁও থানা এলাকার তারা মিয়ার পুত্র শহীদুল ইসলাম সোহেল (২৬) নিহত হয়েছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও সদর হাসপাতাল এবং আহত যাত্রী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে ‘সেন্টমার্টিন ব্লু বাডর্’ নামে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো -ব-১৪-১০৬৮) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেটের গার্ডবক্সের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন এবং পরে ফেনী সদর হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফেনী সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সাধীন। পুলিশ ও বাসের একাধিক আহত যাত্রী জানান, দুর্ঘটনায় নিহত ও আহতরা সকলে ঈদের দিন রাতে ও ্ঈদের পরদিন কক্সবাজার বেড়াতে যান।

তারা ঢাকার বিভিন্ন এলাকায় বাস করেন। এ ঘটনায় আহতদের কয়েকজন হলেন জুয়েল, মাকসুদ, রুবি আক্তার, সাফায়েত হোসেন, রিমু, দুই বছরের শিশু শিহা, আনোয়ারা, সাহাদাত, নাজমুল, হাজেরা বেগম, নুসরাত জাহান, আলেয়া, ইমন, পায়েল, তানভীর প্রমুখ। আহত যাত্রী নাজমুল হোসেন জানান, তারা ঢাকা থেকে ঈদের পরের দিন কক্সবাজার যান। ঢাকায় ফেরার জন্য শুক্রবার রাতে ‘সেন্টমার্টিন ব্লু বাডর্’ বাসে চড়েন। চট্টগ্রাম এলে গাড়ীর হেড লাইটে সমস্যা দেখা হয়।

তারপরও ড্রাইভার আস্তে আস্তে চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ফেনীর কাছে এলে গাড়ী জোরে চালালে যাত্রীরা বাস চালককে নিষেধ করেন। কিন্তু তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন। ফেনীর ফতেহপুরে রেলক্রসিং এলাকায় এলে বাসটি রেল গেটের গার্ড বক্সের সাথে ধাক্কা লাগে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফেনী প্রতিনিধি জানান, দুর্ঘটনার পর ঐ এলাকায় স্থানীয় জনগণের মাঝে একইসাথে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাস চালকের অসচেতনতার জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও বাসের সহকারী পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি। ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করিম বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিত্সা চলছে। বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। আজ ঢাবিতে মানববন্ধন ফেনীতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাস চালকসহ দোষীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।