আমাদের কথা খুঁজে নিন

   

ভুল ব্যক্তিকে যেন জীবনসঙ্গী করে নিতে না হয়

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। তথ্যপ্রযুক্তির এ যুগে বিয়ের আগে অনেক তথ্যই জানা যাচ্ছে অতি সহজেই। তেমনি অনেক তথ্য সহজে গোপন করছে বর-কনে উভয় পক্ষই। আর এ ফাঁদে পড়ে যেন ভুল ব্যক্তিকে জীবনসঙ্গী করে নিতে না হয় সেজন্য ভারতে শুরু হয়েছে অভিনব এক আয়োজন।

পাত্র ও তার জ্ঞাতি গোষ্ঠীর সঠিক খবর নিতে যেমন কনেপক্ষ থেকে লাগানো হচ্ছে গোয়েন্দা, তেমনি কনে ও তার জ্ঞাতি গোষ্ঠীর আসল খবর জানাতে গোয়েন্দাদের দ্বারস্থ হচ্ছেন পাত্রপক্ষ। বিশেষ করে পাত্র-পাত্রীর চরিত্র বা তার চেপে যাওয়া পূর্ব বিয়ে বা সন্তানের সম্পর্কে খোঁজ নিতেই গোয়েন্দাদের বেশিটা সময় ব্যয় করতে হচ্ছে বলে জানান এমনই এক গোয়েন্দা জয়প্রকাশ। বিয়েপূর্ব গোয়েন্দাগিরি করা একটি প্রতিষ্ঠান ভেটেরান ইনভেস্টিগেশনের প্রধান রাহুল রায় বিবিসিকে বলছিলেন, সাবজেক্টের চরিত্র সম্পর্কে জানার জন্য তাদের অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনগুলোতেই বেশি খাটতে হয়। তারা এ দিনগুলোতে কোথায় যায়, কার সাথে সময় কাটায়, কোনো ধরনের পানের অভ্যাস আছে কি না। থাকলে সেটি কোন ব্র্যান্ডের বা কত পরিমাণ সে পান করছে এ বিষয়গুলোও উঠে আসছে তাদের প্রতিবেদনের পাতায়।

প্রতিবেদনে থাকছে সাবজেক্টের ব্যাপারে তার অফিসের সহকর্মীরা কী ভাবছে তাও। এদিকে কনেপক্ষ কনের শাশুড়ির রাগের মাত্রাও জানতে চান গোয়েন্দাদের মারফত। তিনি জানান, এ তথ্য সংগ্রহ করতে কখনো তাদের ড্রাইভার সাজতে হচ্ছে, কখনো বা ভিক্ষুক অথবা দালালও হতে হচ্ছে। এভাবে একটি কেসে গড়ে তাদের তিন সপ্তাহ সময় লেগে যাচ্ছে। ভারতে এ বিষয়টি শুরু হয়েছে বেশ আগে।

তবে এখন গোয়েন্দা সংস্থাগুলোর এ ব্যবসা বেশ ফুলে ফেপে ওঠেছে। বর্তমানে ভারতে এরকম ছোট বড় ১৫ হাজার গোয়েন্দা সংস্থা গড়ে উঠেছে। তবে আরো মজার ব্যাপার হচ্ছে সেখানে এর সাথে সাথে আরেক ধরনের গোয়েন্দা সংস্থা গড়ে ওঠেছে। আর তা হলো ডিভোর্সপূর্ব গোয়েন্দা সংস্থা। Source: অনলাইন ডেস্ক and DailyNayadiganta ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।