আমাদের কথা খুঁজে নিন

   

এই প্রথম ব্লগ ও ব্লগারদের নিয়ে রেডিওতে শো (একটি প্রচারণামূলক পোস্ট)

কল্পনাতুর দৃষ্টিতে চির অম্লানকর কিছু দিনের খোঁজে, এক নীরব অভিযানের অভিযাত্রী। ব্লগ, এক অচেনা কিন্তু রঙ্গিন রেশমী সুতোর মেল বন্ধন। এই সুতো দিয়েই ব্লগের পাতায় সাহিত্য, গল্প বা কবিতার চমত্‍কার সব নকশা ফুটে ওঠে। ব্লগের সাদা শুভ্র পাতায় কাল অক্ষরে নিজের লেখনীকে মেলে ধরা প্রিয় মানুষটিকে আমরা হয়ত কখনও দেখিনি। কিন্তু তার পোস্ট পড়ে, মন্তব্য পড়ে আগ্রহ সৃষ্টি হয় প্রিয় সেই মানুষটি সম্পর্কে জানার।

যা হয়ত কখনও হয়ে ওঠে না কারণ অন্যান্য সামাজিক ওয়েবসাইটের মত ব্লগও ভার্চুয়াল। একেকটি নিকের আড়ালে ভিন্ন জগতের, ভিন্ন ধারার, ভিন্ন মনমানসিকতার ভিন্ন মানুষ। ব্লগের জনপ্রিয়তা এবং প্রিয় ব্লগার বন্ধুটির সম্পর্কে জানার অদম্য আগ্রহের কথা ভেবে, প্রিয় ব্লগারকে জানতে, তার মুখে তার কথা শুনতে, তার পছন্দ-অপছন্দ, শৈশব-কৈশোর, স্বপ্ন, আশা-আকাঙ্খার কথা শুনতে ও শোনাতে; রেডিও ওয়ার্ল্ডে প্রথমবারের মত অনলাইন রেডিও, রেডিও আহা নিয়ে এল ব্লগ ও ব্লগারদের নিয়ে অনুষ্ঠান ব্লগারজ। যেখানে অতিথি হিসেবে থাকবেন আমাদেরই চিরচেনা কোন ব্লগার বন্ধু। শুধু তাই নয়, ব্লগে পোস্ট হওয়া রম্য রচনা ও গল্পও পড়ে শোনানো হবে এই অনুষ্ঠানে।

তাই ব্লগারজ শুনতে আপনাকে লগ অন করতে হবে http://www.radioaha.com এ, প্রতি সোমবার বিকাল ৩টা-৫টায়। আর এতে সঞ্চালক হিসেবে থাকব আমি শারিকা। ব্লগারজের ১ম পর্বের অতিথি হিসেবে এই সোমবার থাকছেন জনপ্রিয় নন্দিত ব্লগার প্রিয় শশী হিমু । তার মত আপনিও যদি চান এই অনষ্ঠানে অতিথি হয়ে আসতে (অতিথি হয়ে আসলে এই অধমেরই বরং একটু উপকার হত ), তবে এখানে আমার সাথে অথবা ফেসবুকে ব্লগারজ এর পেজে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনি যদি চান আপনার লেখা রম্য রচনা/গল্প এই অনুষ্ঠানে পড়া হোক, তাহলেও আপনি ব্লগারজ পেজে আপনার লেখার লিংক দিতে পারবেন অথবা ব্লগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ***এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি।

আমার জন্যে দোয়া করবেন। সবার জন্যে শুভেচ্ছা রইল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।