জীবনের জন্যই এই সব কথামালা যাদের বিরক্তি দিয়ে এই লেখা, আমার সেই দুইটা আপুকে উৎসর্গ করলামঃ এই যে দুনিয়া আপু উম্মে মারিয়ম আপু _____________________________________________ _ _ ১. সকালটায় কুয়াশা করেছিলো খুব? রাতের দুঃসহ অন্ধকারটা আছে এখনো? বিষাদ ছুয়েছে তোমার মনে? কেউ একজন খেলেছে খুব? আকাশ পাণে তাকাও, দেখো আলোর রেখা অস্পষ্ট ! অস্পষ্ট আলোর রেখা ধরা দেবে পৃথিবীর দিশা হয়ে; এখনি কিংবা কিছু অপেক্ষার পর বিশ্বাসটা শুধু ধরে রাখা চাই। অপেক্ষায় পথ হারাতে হয়না ভিন্নভাবেই না হয় আকাশটা দেখো মেঘলা আকাশ কি ভিন্নতা নয়? আমাদের উৎসবের মতোই সে ও না হয় মেঘের পোষাক পড়লো; কেন তাকে বিষাদে মিলাও? খুব কুয়াশায় ভিজে যাচ্ছো? কুয়াশাকে আনন্দে মিলাও কুযাশার স্নানে নিজেকে ভাসাও এ এক ভিন্ন অনুভূতি, ভিন্ন আয়োজন। মন খারাপ করে কি হয়? আনন্দ উপলক্ষ্যগুলোই শুধু হারায় মন মাতিয়ে বাচতে শিখো!! ২. অপেক্ষায় থেকো...... একাকীত্বে কিংবা ভিড়ের মাঝে রুপ বদলে ফেলা পথের মাঝে অপরিচিত হয়ে উঠা পৃথিবীর মাঝে মন ভালো করা সংবাদটা আসবেই প্রার্থিত সুখ ধরা দেবেই। হলুদ খামের ভেতর একগুচ্ছ ফুল কিংবা মুঠোফোনের অকস্মাৎ সংগীতে এ ঘোর কাটানোর ধবনি বাজবেই। আকাশ থেকে নেমে আসা বজ্র চিৎকার আলো নিয়ে মিলিত হবে জনতার মাঝে ভেতর থেকে আওয়াজ আসবেই অপেক্ষায় থেকো। সব গ্লানি আর হতাশা মুছে একরাশ আনন্দের জোয়ার দিতে সপ্তসুর নিয়ে কেউ আসবেই; আজ কিংবা আগামীকাল - কিংবা আরেকটা আগামী মন ভালো করা সকাল আর বিকেল আসবেই; শুধু বিশ্বাসটা ধরে রেখো অপেক্ষায় থেকো !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।