আমাদের কথা খুঁজে নিন

   

এক বছরে তৃতীয়দফা জ্বালানীর মূল্য বৃদ্ধি : শঙ্কায় দেশের অর্থনীতি ।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন এক বছরে এই নিয়ে তৃতীয়বারের মত জ্বালানীতেলের দাম বাড়ছে । দেশের অর্থনীতির জন্য এটা মনে হয় কোন শুভলক্ষণ নয় । আধুনিক কালে কোন একটা দেশের অর্থনীতি মূলত ঐ দেশের বিদ্যুত জ্বালানী ও পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল ।

উত্‍পাদন ও বন্টন ব্যবস্থা ভালোভাবে পরিচালনার জন্য এটি মোটামুটি অপরিহার্যও বটে । সেই খাতটির প্রধান চালিকাশক্তি জ্বালানী তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব সকল জায়গায় পড়তে বাধ্য নিশ্চিতভাবেই । আমাদের দেশটি একটি উন্নয়নশীল দেশ । এদেশের অর্থনীতির চলার পথ কখনোই মসৃণ নয় । সব সময় এই দেশকে অনেক কিছুর ঘাটতি নিয়ে চলতে হয় ।

তার উপর আবার আছে বিশ্বব্যাংক ও আইএমএফের মত দাতা সংস্থার পেসক্রিপশন । আমাদের সরকারকে উন্নয়ন খাতে অর্থ সাহায্যের জন্য বেশ শক্তভাবেই এসব দাতা সংস্থার ব্যবস্থাপত্র অনুসরণ করতে হয় । এসব দাতা সংস্থাগুলো বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর দারিদ্রতাকে জিইয়ে রাখার জন্যই তাদের কর্মকান্ড চালিয়ে থাকে । যা বাংলাদেশেও অব্যাহতভাবে চলতে থাকবে । দাতা সংস্থার ব্যবস্থামত জ্বালানীর উপর সরকার ভর্তূকী তুলে নিচ্ছে ।

এটা মনে হয় অন্য যে কোন খাতের চেয়ে অনেকগুণ বেশি প্রভাব ফেলবে আমাদের অর্থনীতিকে । এই খাতে ভর্তূকী ছেড়ে দেয়ার চেয়ে যদি অন্যকোন খাতে সরকার ভর্তূকী বাড়িয়ে দিত বা অতিরিক্ত করারোপ করত তবেই মনে হয় তা দেশের জন্য মঙ্গলদায়ক হতো । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।