১৩ দফা বাস্তবায়ন হলে আমরা গরীবেরা কি কি সুযোগ সুবিধে পবো তা বেশী বেশী প্রচার করুন। আমরা ধার্মিক গরীব, আমরা চাই আপনরা বলুন ১৩ দফা বাস্তবায়ন হলে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুর সকল দায়িত্ব এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব আমরা ধার্মিক ধনী মালিক শ্রেনী এবং রাষ্ট্র ও সরকার আমরা পালন করবো । বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন আপনারা ঝগড়া করছেন,জেল খাটছেন,আর মারা যাচ্ছে সব গরীব। গরীবের অবর্ণণীয় কষ্টকর জীবন,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস আরো ও কত যুগ! রাজনীতি জনগণের জন্য হলে,দেশের কল্যানের জন্য হলে,আপনারা জনগণের কাছে বলুন তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে,র্নিদলীয় সরকারের অধীনে নির্বচন হলে,রাজাকারের ফাসি হলে, ১৩ দফা দাবী বাস্তবায়ন হলে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। শুধু ব্রীজ কালভার্ট নতুন রাস্তা নির্মান,ব্যাংক রিজার্ভ মজবুতই উন্নয়ন নয়।
মাথাপিছু বৈদেশিক দেনা বৃদ্ধি পাচ্ছে আর বড়লোক ধনী মালিক শ্রেনীর লাগামহীন ভোগ বিলাস ও বৃদ্ধি পাচ্ছে। সে জন্য সস্তা রংগিন টেলিভিশনে আমাদের দেখতে হয় শুনতে হয় ধনীরা বলেন জানিস আমার মেয়ের হাত খরচ মাসে ১০ লক্ষ টাকা !আপনারা যারা ভবিষ্যত রাষ্ট্র পরিচালনা করবেন শুধু আপনারাই পারেন গরীবের অবর্ণণীয় কষ্টকর জীবন,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অবসান ঘটিয়ে নিরাপদ ঘর ও স্বাস্থ্যসম্মত জীবনের ব্যবস্থা করতে। আমরা গরীব ধার্মিক,আমাদের অধার্মিক হতে প্রভাবিত করবেন না। সরকার পরিচালনাকরী রাজনৈতিক দলগুলি ভিন্ন ভিন্ন ধর্মীয় ম্যুল্যবোধ রক্ষা করেছেন,এরই মধ্যে নগ্ন অশালীন অধর্মীয় সবকিছু স্যাটেলাইটের মাধ্যমে ভারত হয়ে আমাদেরকে আরো ও অধার্মিক হতে প্রভাবিত করেছেন। স্যাটেলাইট খবর চ্যানেল ছাড়া অন্যান্য স্যাটেলাইট চ্যানেল ও স্বল্প পোশাকে ঝুমুর ঝুমুর কোমল দোলানো নাচের বাংলা,অন্যভাষার সিনেমা আমাদেরকে ও আমাদের শিশুদের অধার্মিক হতে সহায়তা করছে এ সবও বিবেচনার আবেদন করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।