আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারক ব্যানার। সামুর মডুদের কি এতটুকু সেন্সও নাই? (কিঞ্চিত সিরিয়াস ও ফান পোস্ট))

আমার ছোটভাই কলেজ পড়ুয়া। সারাদিন বাইরে ঘুরে বেড়ানোই তার কাজ। ইদানিং যোগ হয়েছে, আমার উপহার দেয়া ক্যামেরা নিয়ে তার ফটোসেশনের ছবি ফেসবুকে আপ দেওয়া। তার আপলোডের ফাঁকে আমি সামুর হোমপেজে চোখ বুলাচ্ছিলাম। হঠাৎ সামুর ব্যানারটা দেখে সে বলে উঠল, "এখানে ঈদ মোবারোক দিসে, কিন্তু গরুর ছবি কই?" আমার দম ফেটে হাসি পেলো।

একটা সাধারণ বালকের এই কোশ্চেনের উত্তরটাও মডুরা দিতে পারবেন কিনা জানিনা। হে হে হে। (ঘটনার সাথে সাথেই পোস্ট দিলাম। ছবি আপলোড হয়ে গেছে। তাই আমাকে ভাগতে হচ্ছে।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।