আমাদের কথা খুঁজে নিন

   

হে বঙ্গমাতা! আমাদের ক্ষমা কর।

সাম্য আর সাহসিকতার সাথে এগিয়ে যাবো আমরা মনে অনেক কষ্ট নিয়ে লিখতে বসলাম। ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৬-৭ কোটি। আর বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা ১৬ কোটি বা তার অধিক। সেই ৬-৭ কোটি মানুষ বঙ্গজননীকে স্বাধীনতা উপহার দিয়েছিল। কিন্তু আমরা কি করলাম!!! ১৬ কোটি মানুষ পারলাম না বঙ্গজননীকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে।

এ ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতার জন্য দায়ী করা যেতে পারে একদল হলুদ সাংবাদিক এবং তাদের কথায় লাফানো কিছু আমজনতাকে। নিউ সেভেন ওয়ান্ডার্স অর্গানাইজেশনটা যতই লোভী বা খারাপ হোক না কেন আমরা তো তাদের ভোট দিচ্ছি না। আমরা ভোট দিয়েছি আমাদের সুন্দরবনকে সেরা সাতে আনার জন্য। কিন্তু তারা অপপ্রচার চালিয়ে এখন কি লাভটা করল?? কি কারণে তারা সুন্দরবনকে ভোট করতে নিষেধ করেছিল?? অর্গানাইজেশনটা যদি এতোই খারাপ হত তাহলে বিশ্বের বিভিন্ন প্রেসিটেন্ড তাদের দেশের দর্শনীয় স্থানের পক্ষে বলেছিল কেন? মেসি কেন তাঁর দেশের পক্ষে ভোট চাইল? ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা The Guardian এই প্রতিযোগিতাকে নিয়ে তাদের ফ্রন্ট পেইজে ফিচার করছে।

আমি জানিনা বাংলাদেশ কখনো এর আগে এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পত্রিকা যাদের পাঠক সংখ্যা কোটি কোটি, এই ধরনের পত্রিকায় ফ্রন্ট-পেজ কভারেজ পেয়েছিল কিনা। যদি আজ এই লিস্টে বাংলাদেশের নাম থাকতো তবে কাল সারা বিশ্বের সব পত্রিকায় আসতো বাংলাদেশের নাম। এর মাধ্যমে আমরা পেতাম কিছু টুরিস্ট,দেশের সুনাম, ব্রান্ডীং। Seven wonders of the natural world and how to see them যাদের জন্য আমাদের এই ব্যর্থতা তারা কি তাদের দায় স্বীকার করবে?? তাদের কি উচিত নয় জাতির কাছে ক্ষমা চাওয়া?? বড়ই দুর্ভাগা এই জাতি। বিশ্ব দরবারে মাথা উঁচু করতে গিয়ে আবারো হোঁচট খেল বাংলাদেশ।

তাই আজ ক্ষমা চাওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই। “হে বঙ্গমাতা! আমাদের ক্ষমা কর। আমরা আজ ব্যর্থ। বিশ্ব দরবারে তোমাকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারিনি। বিশ্ব দরবারে তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে পারিনি।

তুমি আমাদের ক্ষমা কর। ” তথ্যসূত্রঃ [link|http://www.facebook.com/Muktijuddhergolpo|মুক্তিযুদ্ধের গল্প শোন [A Page totally based on liberation war'71]] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।