আমাদের কথা খুঁজে নিন

   

আমি কবি শুধুই ছবি

আমি কবি অথবা কবিগনের ছায়া *********************** কবি গন কাব্য সাজায় আর শিক্ষক গন পড়ায় কবি সমস্ত জাতীর দিক নির্দেশ দেয় এতএব কবি গন শিক্ষক দের উস্তাদ একজন কবি সাহিত্যিক সারা জাতীর গৌরব পাঠে , বিদ্যারত্ন তার সৃজনশীল কর্ম শতাব্দি থেকে শতাব্দি পর্যন্ত ইতিহাসে নক্ষত্রের মত থাকে স্পষ্ট এবং কোটি কোটি পড়ুয়াদের মনের মুকুরে জ্বালে অনন্ত জ্ঞানের এক বিদ্যা ভাণ্ডার এস হে কবি যুগ যূগান্তরে ভেসে আমারই অন্তরে ।। ভাষার ঝালর ফলায়ে কবি আকল আমার দেশ তার অবদান বিশ্ব মাঝে পল্লীর উচ্ছ হল কেশ ।। সাহিত্য রসে পাঠকের অন্তর আজ শুধু স্মৃতি কাব্যর ভিতর ।। হে মহতি প্রান দিয়ে বাংলা ভাষার ফসল আজ শুধুই কাব্য ফল >> সবার মাঝে আজিকার দিনে কাব্য সাজাই তাই অভিধানে সব কবিদের ছায়া আমি বাংলার উদয় হই নজরে সবার কবি পরিবেশ বন্ধু  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।