কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোনায় যাই,,,.। একটু আগে জানতে পারলাম সুন্দরবন প্রথম সাতে নাই। প্রথম দিকে আমি একটা এস এম এস করে ভোট দিছিলাম এতে আমার ২ টাকা ৩০ পয়সা খরচ হয়েছে। অনেক লিখা পড়ে ছিলাম যেমন এইটা একটা পুরাই ধাপ্পাবাজ কম্পানির টাকা খাওয়ার ধান্দা। হেন তেন, কিন্তু তবুও প্রথিবির সাতটা সুন্দর স্থানের মদ্ধে সুন্দরবন থাকিবে হোক না সেটা কোন ফাউল কম্পানির।
কিন্তু প্রচারেই তো প্রসার। এই ভেবে মনের উপর পাথ্থর বেন্দে করেই ফেলেছিলাম একটা এস এম এস কিন্তু একি হোল । আমার জিবন থেকে ২ টাকা ৩০ পয়সা মনে হয় হারিয়েই গেল। আমার এতো আহাজারি শুনে কেউ হয়তবা বলে দিতে পারে নেন ভাই ২ টাকা ৩০ পয়সা আর কাইন্দেন না। কিন্তু ঘটনা হইলো আমার যদি ২ টাকা ৩০ পয়সা থাকতো তাইলে আরো ২ টাকা ৩০ পয়সা পাইলে মোট হইতো ৪ টাকা ৬০ পয়সা।
তার মানে হইলো আমার ২ টাকা ৩০ পয়সা আর ফিরে আসবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।