আমাদের কথা খুঁজে নিন

   

১১/১১/১১ এবং অন্যান্য..........

আজ ১১ নভেম্বর ২০১১। আমরা যেভাবে তারিখ লিখে অভ্যস্ত তাতে আমরা লিখি ১১/১১/১১। ঘটনাক্রমে এ তারিখটি খুবই অল্প লেখা হয়েছে। কারণ আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি বলে সরকারী বেসরকারী সব অফিসই বন্ধ। গ্যাস বিদ্যুতের ঘাটতির কারণে বিভিন্ন কোম্পানীর সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন।

ফলে শুক্রবারে বেশ কিছু কারখানা খোলা থাকার কথা ছিলো। কিন্তু ঈদের ছুটির কারণে সেগুলোও হয়তো বন্ধ ছিলো। তারিখটা মূলত: ব্যবহৃত হয়েছে বিভিন্ন দোকান, আড়ত আর মুদি দোকানের রশিদে। যদিও এই তারিখ নিয়ে দুনিয়াজুড়ে ব্যাপক হৈ চৈ চলছে। হাজার হাজার বিয়ে হয়েছে/হচ্ছে/হবে।

কেউ কেউ সিজারিয়ান সেকশনের সাহায্যে সন্তানকে আগাম নিয়ে এসেছেন/আনছেন পৃথিবীতে। যাদের বয়স চল্লিশের আশেপাশে তারা কয়েকটি দুর্দান্ত তারিখ আর সন উদযাপনের সুযোগ পেয়েছেন- প্রথমত: তারা দেখেছেন ১৪০০ হিজরী। দ্বিতীয়ত: তারা দেখেছেন ১৪০০ সাল তথা বঙ্গাব্দ। তৃতীয়ত: তারা দেখেছেন ২০০০ সাল তথা খৃস্টাব্দ। এর বাইরে ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে দারুন তারিখ লেখার সুযোগ পেয়েছেন/পাবেন।

২০০১ সালের ১ জানুয়ারী লেখা হয়েছে ১/১/১ অথবা ০১/০১/০১। ২০০২ সালের ২ ফেব্রুয়ারী লেখা হয়েছে ২/২/২ অথবা ০২/০২/০২। ২০০৩ সালের ৩ মার্চ লেখা হয়েছে ৩/৩/৩ অথবা ০৩/০৩/০৩। ২০০৪ সালের ৪ এপ্রিল লেখা হয়েছে ৪/৪/৪ অথবা ০৪/০৪/০৪। ২০০৫ সালের ৫ মে লেখা হয়েছে ৫/৫/৫ অথবা ০৫/০৫/০৫।

২০০৬ সালের ৬ জুন লেখা হয়েছে ৬/৬/৬ অথবা ০৬/০৬/০৬। ২০০৭ সালের ৭ জুলাই লেখা হয়েছে ৭/৭/৭ অথবা ০৭/০৭/০৭। ২০০৮ সালের ৮ অঅগস্ট লেখা হয়েছে ৮/৮/৮ অথবা ০৮/০৮/০৮। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর লেখা হয়েছে ৯/৯/৯ অথবা ০৯/০৯/০৯। ২০১০ সালের ১০ অক্টোবর লেখা হয়েছে ১০/১০/১০।

২০১১ সালের ১১ নভেম্বর (আজ) লেখা হচ্ছে ১১/১১/১১। ২০১২ সালের ১২ ডিসেম্বর লেখা হবে ১২/১২/১২। এই তারিখগুলো আবার লেখার সুযোগ মিলবে ২১০১ সাল থেকে ২১১২ সাল পর্যন্ত। প্রতিটি তারিখের জন্য অপেক্ষা করতে হবে ১০০ বছর। একই সংখ্যার পুনরাবৃত্তিতে সবার সেরা আজকের তারিখটি।

কারণ আজ ১ অঙ্কটি লেখা হলো ৬ বার। অন্য তারিখে একই সংখ্যা এসেছে ৩ বার। ০৬/০৬/০৬ তারিখে প্রকাশিত হয়েছে দৈনিক যায়যায়দিন। যায়যায়দিন প্রতি সপ্তাহের মঙ্গলবার বের হতো। কাকতালীয়ভাবে দৈনিক আকারেও বাজারে আসে মঙ্গলবারেই ৬ জুন ২০০৬ সালে (০৬/০৬/০৬) তারিখের এই মজার খেলাগুলো ভালোই উপভোগ করেন অনেকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।