জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আমাদের তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী ও সচিব থাকা অবস্থায় সংবিধান লংঘন করে জনতার মঞ্চর অন্যতম সংগঠক, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ম,খা আলমগীর বলেছেন...... সেনাবাহিনীর বিষয়ে বক্তব্যে খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে সরকার...... আমি প্রথমেই তাকে বলবো পারলে করে দেখান....আমি ও কতিপয় আমরা দেখতে চাই। কিন্তু আমি জানি আপনি পারবেন না.....খালি মুখেই এটা করে ফেলবো, ওটা করে ফেলবো আর দেশের সন্মানিত মানুষদেরকে বাকাঁ হাসি দিয়ে তাচ্ছিল্য করা ছাড়া আর কি পারেন.... আপনার মনে নাই আপনার নেত্রী অতীতে সেনাবাহিনীর বিষয়ে কি বলে ছিল.....আসুন আপনাকে মনে করিয়ে দেই.... ১. এরশাদ যখন বন্দুকের নলে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় আসে আপনার মহান নেত্রী সাররিক শাসনকে স্বাগত জানিয়ে বলেছিল"আই এ্যাম নট আন হ্যাপি"। এটা চোখে পড়ে না আপনার... ২. আপনার মহান নেত্রী ১৯৮৬ সালে চট্রগ্রামের লালদীঘি ময়দানে বলেছিলেন যারা এরশাদের সামরিক সরকারে সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে কিন্তু ঠিক তার পরের দিনই কে সামরিক সরকারে সাথে নির্বাচনে গিয়েছিল। এটা চোখে পড়ে না আপনার... ৩। ফকরুদ্দীন ও মঈন উদ্দীনের ১/১১ সরকারের সাথে আতাত করে জেল থেকে মুক্তির পর বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে আপনার মহান নেত্রী বলে গিয়েছিলেন " ১/১১ সরকারের সকল কর্মকে তিনি রেটিফাই করবেন।" এটা চোখে পড়ে না আপনার... ৪। আপনার মহান নেত্রী ফকরুদ্দীন ও মঈন উদ্দীনের ১/১১ সরকারের সকল কর্মকে রেটিফাই করেছেন তা না হলে এখন কেন সেই সামরিক ব্যাকড্ সরকারে হোতাদের কেন বিদেশ থেকে ধরে আনা হচ্ছে না। সামরিক সরকারকে যদি এতই বিদ্বেষ থাকে তাহলে কেন তাদের বিতর্কিত শাসনকে আইনের আওতায় আনা হচ্ছে না.....? এটা চোখে পড়ে না আপনার... পরিশেষে বলি রাজাকার ট্যাগ লাগিয়ে আপনি কুয়ার ভিতর বসে ছোট্ট আকাশ দেখে দেখে দেশ শাসন করা যায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।