মুন রিভার ... শহরটা খুব শান্ত, চুপচাপ নিয়ন আলোয় রোদ মেশানো রঙ শহরটা খুব নৈঃশব্দ্যের গান রাত কুয়াশায় বিস্ময়ে বরং , সবাইকে কেউ গান শুনিয়ে যাক ... গান শুনিয়ে যাক পাহাড়ি ফুল গান শুনিয়ে চড়ুই পাখীর দল শহর বাতাস শীষ কাটে, কোন সুর অনেক দূরে থামছে কোলাহল , শান্ত শহর স্মৃতিকাতর মন ... মন চলে যায় অশ্বত্থ , শীতকাল মন চলে যায় উজান সে সব দিন মন চলে যায় ভালোবাসার শব্দে বাতাস হয়ে সুরের ভায়োলিন ... শহরটা খুব শান্ত, চুপচাপ ফুটপাথ- রোড, ট্রাফিক অলস রাত এমন রাতে একটা মানুষ একা আকাশ উজাড় , শব্দ খোঁজে খুব - সেই মানুষের সুখী হাসিমুখ ।। শব্দগুলো বিভ্রম , সুন্দর ! ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।