অনেক অনেক ভীড়ের মাঝেও একলা আমি থাকতে পারি। কোলাহলের মাঝে বসেও তোমায় নিয়ে ভাবতে পারি। ইচ্ছে হলেই ছুটতে পারি হাতটি ধরে যখন তখন, ইচ্ছে হলেই বলতে পারি যা খুশি তাই মনের মতন; তুমি যেমন ভাবতে বস আমায় কিছু বলার আগে, হাতটা আমার ধরতে গেলেই ভয়ে তোমার বুকটা কাঁপে, আমার চোখে চাইবে তুমি? হাজারো কিছু ভাববে আগে , আমার পাশে বসতে গেলেই ভাববে কোথায় কে কি কবে; আমি তো নই তোমার মত , ঘরকুনো আর ভীষন ভীতু আমি হলাম মুক্ত স্বাধীন ছুটন্ত এক বল্গা হরিণ। তবুও তোমায় ভালবাসি, ভালবাসি অনেক বেশ। সংশয়ে থাক বলেই, নির্ভরতায় কাছে আসি। মান অভিমান সবই বেশি তোমার তরে রাশি রাশি তুমি যে গো আমার কাছে ভালোবাসার দোষে দোষী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।