আমরা খুব ব্যস্ত তাই দেখিনা সকালের সূয ।
আমরা খুব ব্যস্ত তাই অনুভব করিনা সকালের নরম রোদ।
আমরা খুব ব্যস্ত তাই জানিনা সকালের আকাশের রং কেমন।
আমরা খুব ব্যস্ত তাই শুনিনা পাখির কলকাকলি।
আমরা খুব ব্যস্ত তাই যাইনা নদীর পাড়ে।
আমরা খুব ব্যস্ত তাই দেখিনা ভোরের কুয়াশা।
আমরা খুব ব্যস্ত তাই ভেজাইনি পা শিশির ভেজা ঘাসে।
আমরা খুব ব্যস্ত তাই জ্বলিনা রোদেলা কোন দুপুরে।
আমরা খুব ব্যস্ত তাই ভুলে গেছি গধুলীলগ্ন।
আমরা খুব ব্যস্ত তাই জানিনা পাখিরা কখন বাড়ি ফেরে।
আমরা খুব ব্যস্ত তাই মনে পড়েনা সূযাস্তটা কেমন।
আমরা খুব ব্যস্ত তাই দেখিনা ফুলের রং ।
আমরা খুব ব্যস্ত তাই যাইনা গহীন কোন বনে।
আমরা খুব ব্যস্ত তাই বসিনা জলের স্রোতের পাশে।
আমরা খুব ব্যস্ত তাই ভিজিনা ঝুম কোন বৃষ্টিতে।
আমরা খুব ব্যস্ত তাই শুনিনা মেঘের র্গজন।
আমরা খুব ব্যস্ত তাই দেখিনা বিজলীর ঝলকানি।
আমরা খুব ব্যস্ত তাই বেড়াতে যাইনা সমুদ্র সৈকতে।
আমরা খুব ব্যস্ত তাই গোসল করিনা সাগরের নোনা জলে।
আমরা খুব ব্যস্ত তাই আঁকিনা সাগর পাড়ে কোন আলপনা।
আমরা খুব ব্যস্ত তাই দেখিনা রাতের জোছনা।
আমরা খুব ব্যস্ত তাই গুনিনা আকাশের তারা।
আমরা খুব ব্যস্ত তাই রাখিনা খবর আপনজনের।
আমরা খুব ব্যস্ত তাই জানিনা বন্ধুরা কোথায়।
আমরা খুব ব্যস্ত তাই মনে পড়েনা প্রিয়জনকে।
আমরা খুব ব্যস্ত তাই লেখিনা আর চিঠি।
আমরা খুব ব্যস্ত তাই পরির্চযা করিনা ছোট্ট বাগানটির।
আমরা খুব ব্যস্ত তাই সাফ করিনা বই এর ধুলো।
আমরা খুব ব্যস্ত তাই রাখিনা খবর প্রিয়জনের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।