আমি নিতান্তই একজন সাধারণ মানুষ । দেশের মাটি ও মানুষকে ভালবাসি । ছড়া, কবিতা, ফিচার, গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি । মনটা আমার আনচান করে কবিতার নায় উঠি, ঢেউয়ের তালে সুদূর পানে যাই কেবলি ছুটি । পিছন ফিরে তাকিয়ে দেখি.. মা আমাকে ডাকছে, ওরে খোকন, যাচ্ছিস কোথায় ? আকাশে মেঘ হাঁকছে ! ভয় পেয়ো না মাগো আমার, মঙ্গল প্রদীপ জ্বালো ; তোমার ছেলে আঁধার ভেঙে আনবে দেশে আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।