আমাদের কথা খুঁজে নিন

   

বুক পকেটে এক প্যাকেট সোনালী সাত

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... আমি বুক পকেটে এক প্যাকেট সোনালি সাত নিয়ে আজ এই শহরের অনেকটা পথ হেটেঁছি।। গায়েতে ছেঁড়া জামা ছিলো যার একটা বোতাম খোলা ছিলো পায়েতে ছেঁড়া চটি ছিলো, দেহের ক্লান্তি ছিলো আর আকাশে চাদঁ ছিলো, চারপাশে মৃদু মন্দ হাওয়া ছিলো।। চোখেতে স্বপ্ন ছিলো, মগজে তোমার ভাবনা ছিলো চেতনায় হাহাকার ছিলো, কামনায় ক্ষুধামন্দা ভাব ছিলো আবেশে ভালোলাগা ছিলো, শার্টে ঢাকা একটা সস্তা মন ছিলো সর্বপোরি, আমার বুক পকেটে এক প্যাকেট সোনালি সাত ছিলো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।