আমাদের কথা খুঁজে নিন

   

যতসব হতচ্ছাড়ার দল

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন আহ !ওরা তাঁকে শান্তিতে দিলই না । যতসব হতচ্ছাড়ার দল । দল ক্ষমতায় এসেছে অনেক ত্যাগ তিতিক্ষা পর ।

রাজপথ অনেক কেঁপেছে,রক্তওতো ঝরেছে অনেক । তাতে কী হয়েছে ?তাঁরা তো ক্ষমতায় এসেছেন । দল ক্ষমতায় আসার পরেই তিনি মন্ত্রী হয়েছেন । তাঁর অনেকদিনের শখ পূরণ হয়েছে । তিনি ভেবেছিলেন মন্ত্রী হওয়ার পর আরাম আয়েশ করবেন ।

পায়ের উপর পা তুলে বসে শুধু হুকুম করবেন আর সরকারের খাস চাকরেরা শুধু তা তামিল করে যাবে । কিন্তু এমন হলো কই ?গর্দভের দল তো তাকে শান্তিতে থাকবার দিল না । র্যাব,পুলিশ ক্রসফায়ারে মানুষ মারছে । মারতেই পারে,কারণ কোন এক লেখকই বলে গেছেন যে,হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও চোখ পড়ে পাখির উপর । একদম খাঁটি কথা ।

আরে র্যাব,পুলিশ তো আর নিরীহ না । ওরা তো রীতিমতো শক্তিমান । তাই ওরা ধরে ধরে ক্রসফায়ার করলে তাঁর কী দোষ ?আর ক্রসফায়ার না করলে সন্ত্রাসী নিধন হবে কেমনে ? তিনি মন্ত্রী । তাই বলে তো আর তিনি মনুষ্য সমাজের বাইরের কেউ নন । তাঁরওতো ভুল হতে পারে ।

আর সেই ভুলতো তেমন কোন বড় ভুল না । হঠাত্‍ হয়তো তিনি বেফাস কোনো কথা বলে ফেললেন,ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিচার করলেই তো হয় । তাঁর উপর উনার তো বয়সও হয়েছে । তাঁর কথাকে তো ধর্তব্যে আনা উচিত হয়নি । সারজীবন রাজনীতি আর জনসেবা করতে গিয়ে তাঁর বিয়েটা ও করা পর্যন্ত হয়নি ।

অথচ তার আত্বনিবেদন নিয়ে হতচ্ছাড়ার দল প্রশ্ন করে । তিনি আর কী দেবেন ?তাঁর আর কী দেয়ারই বা আছে ? তাই দূর হ হতচ্ছাড়ার দল তাঁর কাছ থেকে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.