ভাল মন এই বেড়াতে যাওয়ারই প্রতীক্ষায় বসে থাকা এ যে প্রতীক্ষিত ফোন কলে সে আমাকে লালবাগে আসতে বলে উচ্চ আবেগে নয়, মুক্তমনে সুর বাজা পক্ষীরাজে নয়, বাসে যেতে হয় আমি তো রুপ কথার রাজা নই, নই কোন অতিমানব,সময়ই যে পথ আটকায়। মিলিলাম অবশেষে, ঘামার্ধ হয়ে এলোমেলো চুলে, হতভম্ব হয়ে সুন্দরী সে নয় তবু সুন্দর যে ছুইয় রিক্সায় বসে হতবুদ্ধি হয়ে অন্যদিকে তৃতীয় চক্ষু যে শুধু তার দিকেই রয়। কথা সে বলে অনেক, আমি তার অর্ধেক পুরাকীর্তির অনন্য শক্তির চানে মন যে তার পুলকিত হয় আনন্দে আবেগে আনন্দে আত্মহারা আমি উৎসাহে মুক্ত আনন্দের আয়োজন তার সাথে হারায় আমারও মন মেঘের কোলে তারা সাতার কাঁটা বৃষ্টি নয়, এক দৃষ্টিতে চোক্ষে তৃপ্ত তার অজান্তে মেঘ আমি তার ভক্ত কেন এমন হয়, মনের কথা আনন্দে মেতে বিরহে বিলীন হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।