আমি আমাকে নিয়ে কখনও ভাবিনা কেবল ভাবি আমার সনত্মানাদের জন্য ওরাত ঠিক আমার মত কারো কাছে মাথা নত করা শিখেনি৷ ওরা পারবে না টাকার মাধ্যমে অথবা দলীয় রাজনীতি করে অথবা চাচা মামাদের কাছে গিয়ে সুপারিশের মাধ্যমে চাকুরী জোগাড় করতে৷ ওরাত পারবে না অফিসের ফাইল আটকিয়ে অথবা অন্য কোন প্রথায় অতিরিক্ত টাকা আয় করতে৷ আমার মৃতুর পর ওদের কি হবে ? আমিত তাদের টাকা খরচ করে বিদেশ পাঠাতেও পারছিনা৷ একদিন আমি আমার সন্তানদের জন্য ভাবতাম আজ ভাবছি সারা বাংলার ঠিক আমার এই সন্তানদের জন্য যারা হাজার প্রতিকুলতার মধ্যে মানুষ হয়েও মাথা নত করা শিখেনি কোন দল বা জাতিকে সার্পোট করেনি যারা বড় সত্যকে উপলব্দি করতে শিখেছে তারপরও তারা নিয়তীর কাছে বড়ই অসহায়৷ কেবল হীনমন্যাতায় ভাবছে-আমাদের ভবিষ্যত্ জীবন কেমন হবে ? তারপরও আমি হারতে চাইনা আমি জেনেছি-প্রকৃত মুসলিম গাজী হবে অথবা শহীদ হবে কিনত্ম অন্যায়ের কাছে মাথা নত করবে না৷ এই বাংলায় আমার যেমন সপ্ন আছে, আবার দু:সপ্নও আছে৷ কারন আমি এও জেনেছি পৃথিবীতে যখনই কোন মানুষ বড় সত্যকে জেনে যায় তথন এই পৃথিবী তার জন্য অনুপযুক্ত হযে পড়ে৷ পৃথিবীর ইতিহাস ঘাটলেই আজ সেই সত্য বেরিয়ে আসবে৷ যারাই পৃথিবীতে মানবতাবাদী হয়েছেন তাদেরই মৃতু অনিবার্য৷ তাই বলে জীবন থেমে থাকে না৷ পৃথিবীতে ভালর পাশাপাশি মন্দ থাকবে৷ আলোর পাশে অন্ধকার থাকব্ ৷ে; আর একটি মাত্র কারনে আমরা ভাল মন্দ দিকটিকে নিরম্নপন করতে পারব৷ আর কাউকে না কাউকে এই কাজটি করতে হবে৷ আমরা পৃথিবী/ দেশের সম্পূর্ণ শানত্মি ও কল্যান আনতে পারবনা তারপরও চেষ্টা করে যাব ৷ হয়ত আমি চলে যাব আর একজনের সৃষ্টি হবে ঠিক এভাবেই চলতে থাকবে অনন্তকাল ধরে৷ আপনারা জানেন আমি দুইবার অপারেশন টেবিল থেকে এসেছি৷ পরিবার, সমাজ, প্রশাসন, বসত্মি, হাই সোসাইটি, ৰুধার যন্ত্রনা , সুখ, দু:খ , বিরহ , যন্ত্রনা এমনকি দুইবার মৃতুকে অনেক কাছ থেকে দেখেছি৷ তাইত আমার পৃথিবীতে আর কিছুই দেখার নেই৷ কেবল কিছুটা সময় আমার সনত্মানদের জন্য একটি সোনার বাংলাদেশের সপ্ন দেখছি৷ আরও জানেন-আমি প্রথমে আমার পরিবার নিয়ে লিখেছি, তারপর সমাজ, তারপর প্রশাসনের বিরম্নদ্ধে এভাবে শুরম্ন আমার জীবনের লেখালেখি৷ তারপর একসময় ঐঊজঙঊঝ ঘঊঠঊজ উওঊ গ্রম্নপ আমাকে তাদের ঐঊজঙ হিসেবে নির্বাচিত করেছিল৷ এই গ্রম্নপটি তৈরী হয়েছিল শেখ মুজিবর রহমানের আদর্শে আর উত্সর্গ করা হয়েছিল আমাদের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের ৷ Manob Shyena : Balok : LISTEN, I know & hope u my heart matured ! U & for all others well concern, it should have necessary to know about this group's ethics, aim, activity & so on !! U r open to spread ur opinion as u wish. All members have their rights as being a representatives of this society to express his/her own... thinking, strategy, policy for well being of this country. & although we are here today because of the dedication of those great freedom fighters who sacrifice their soul getting out of fear loving dreaming beauty HEROES NEVER DIES GROUP REMEMBER THEM WITH THE WHOLE HEART BUT IT WOULD BE WRONG IF U LIMIT IT HERE !! The Queen Krishan Konna of Bangladesh is a HERO in my eyes & my loyalty to her as thereby i did opened with u all my heart together this group once socially loving my country daring nobody ! I believe all of u are my great power compare to the those less & I feel my almighty loves me - always her mercy ! I have studied about her better time & so encourage all of u also to know about her, this poor but now powerful, was victim but turn back, human but with limitation, has everything but handicap - not by born my friends. We the social elite people reach her up to this position & she did survive again n again & make her a true survivor for them, once they make her today's painful limitation despite the misery of 1971 a little but fighter of time for freedom & above all the mercy of Almighty ultimately!! Again Its my prayer to all of our member will read her writings & paintings as she make all of her deeds to an art to reach up to you hard n soul !! IF HEROES NEVER DIE STAND BESIDE HER THEN IT'LL BE A SHAME FOR HUMANITY! If HEROES NEVER DIE HELP HER THEN WHY ITS NECESSARY WHERE IT'S VALUES ! If HEROES NEVER DIE DOES NOT SPEAKS THEN QUESTION OF OUR EXISTENCE ! ........ "A CHILD BORN TODAY COULD BE TOMORROWS HERO !!"......... তবে আজ বড়ই দু:খজনক যে সেই গ্রুপটি আজও জাতির সামনে আত্মপ্রকাশ করে বলার মত সাহস হয়নি যে কুইন কৃষান কন্যা একজন হিরো৷ আমি অনেক ডেকেছিলাম তাকে বাংলার সামনে আসার জন্য৷ অথচ পারেনি৷ এই হল বাংলার মুক্তিযোদ্ধারা যারা নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবী করে, শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী মনে করে, অথচ জাতির সামনে আসার মত সত্ সাহস তাদের থাকেনা৷ এরা সত্যিকার মুকিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়৷ তাইত আমি লিখেছি আমার গল্পে- বাংলার সকল মুক্তিযোদ্ধরা মুক্তিযোদ্ধা নয় আর সকল রাজাকারই রাজাকার নয়৷ যা আমি আমার জীবন থেকে দেখেছি৷ এদের দ্বারা দেশ ও জাতির কোন কল্যান হতে পারে না৷ এরা মাবতার শত্রু৷ এরা হিডেন হয়ে দেশ ও জাতিকে ধ্বংষ করে দিচ্ছে৷ আপনারা আরও আমার ওয়ালে দেখবেন দুটি প্রোফাইল আছে, মাঝে মাঝে এসেছিল হিডেন হয়ে আবার অনত্মর্নিহিত হয়ে গেছে৷ তারপরও গতকাল ফোন এসেছিল কিছুদিন ধরে সে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছিল৷ সে বলেছে-তোমার থার্ড পার্টিতে কোন লোক নেই৷ এমনটি তোমাকে শেষ পর্যনত্ম পাবনা অথবা জেলে যেতে হবে৷ আর এই সব হিডেন মানুষগুলিকে আমি মুক্তিযুদ্ধাদের লোক বলে ধারনা করি৷ যাদের বিরম্নদ্ধে সমাজে আমি কলম ধরেছিলাম৷ তারাই হয়ত আমাকে জাতির সামনে বিরঙ্গনা আখ্যায়িত করেছে, আমার পবিত্র জীবনে কলংকের কালিমা লেপন করেছে৷ নিজেদের অপরাধকে ঢাকার জন্য কৃষান কন্যাকে জাতির সামনে বিরঙ্গনা আখ্যাযিত করেছে যা আমি কোনদিন মেনে নিতে পারিনা৷ আমি বার বার বলেছি-বাংলায় যুদ্ধাপরাধীদের আগে মুক্তিযোদ্ধাদের বিচার হবে আর এই বলেই আমার কলম ধরেছিলাম সেদিন৷ তারপর ধীরে ধীওে তা ছড়িয়ে পড়েছে সকল ক্ষেত্রে, সকল অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে৷ এরা সত্যিকার বাস্তবতাকে জানেনা৷ ঠিক স্টোরী অব আওয়ামীলীগ গ্রম্নপ থেকে আমাকে তারা সাময়িক বরখাসত্ম করেছে৷ বার বার আমি তাদের অনুরোধ করেছিলাম আমাকে মুক্তি দেবার জন্য৷ আমি আবার মাটির পৃথিবীতে ফিরে যেতে চাই৷ কিনত্ম তারা আমাকে দেয়নি৷ আমাকে বরখাসত্ম করে অতিরিক্ত শাসত্মি দিয়েছে যা আমাকে আরও ৰত বিৰত করে দিচ্ছে৷ আজ আমি দু:খ, কষ্ট, যন্ত্রনা, অপমান সইতে সইতে ভিষনভাবে ক্লানত্ম৷ প্রতিটি মানুষের একটি ব্যক্তি স্বত্ত্বা থাকে৷ আর সেটার উপর বার বার আঘাত করলে আর কিছুই থাকেনা৷ সেদিন মানব সেয়ানা বলেছিল-' কৃষান কন্যা এই দুর্ভাগা জাতির কথা ভেবে তোমার অসত্মিত্বকে ভুলে যাও৷ তুমি অটুট না থাকলে কৃষকের উত্ফুল যৌবন কই ? তোমার মাঝেইত খুজে পাবে তাদের আসল ঠিকানা৷ '' হ্যা আমিত চেয়েছিলাম৷ কিনত্ম মানব সেয়ানা সেদিন জাতির সামনে আসতে পারেনি৷ আর তার জন্য শেখ হাসিনা দিনের পর দিন আমাদের কৃষক সমাজ, দরিদ্র জনগনের উপর স্টিম রম্নলার চালাচ্ছেন৷ কই এই মুক্তিযোদ্ধারাত বাধা দিতে পারছে না কিনত্ম কেন ? এরা কি সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় ? কেন আজ তারা এই অন্যায়কে সার্পোট করে বলতে চাইছে-তোমার থার্ড পার্টিতে কোন মানুষ থাকবে না, অথবা তোমাকে পাবনায় নচেত্ জেলে যেতে হবে ৷ এই হল মুক্তিযোদ্ধা মানব সেয়ানার দল যারা কৃষান কন্যাকে হিরো হিসেবে আখ্যায়িত করেছিল৷ তাহলে কি আমার ভাবতে হবে তারা চেয়েছিল আমি আওযামীলীগে বিশ্বাসী হই৷ হ্যা আমি সবসময় বলেছি আমি বাঙ্গালী এবং শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী৷ কিনত্ম আজ আমি শেখ মুজিবের সেই বাকশাল গঠন, রৰী বাহিনী গঠন অথবা সেনাবাহিনীকে জনগনের মাঝে নামানোকে সাপোর্ট করিনা৷ আমি মানুষের ভাল আদর্শকে গ্রহন করি যেখানে জনগনের কল্যান নিহিত থাকে৷ তাইত যখন তারা আমাকে জাতির সামনে সাসপেন্ড করে তাদের অসততার পরিচয় দিয়েছে, আর এই কারনেই আমি তাদের জাতির সামনে ফাসীর দাবী কামনা করছি৷ তাইত আজ আমার সংগ্রাম চলবে এই অন্যায়কারী মুক্তিযোদ্ধাদের বিরম্নদ্ধে, বাংলাদেশ আওয়ামীলগের বিরুদ্ধে, অন্যায়কারী, অমানবতাবাদী, দুর্নীতিবাজ মানুষের বিরুদ্ধে৷ আজ জাতির সামনে আমার এ লেখা- যদি আমার জীবনে এমন কোন দুসপ্ন ঘটে তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল- বাংলাদেশ সরকার আমাকে যাতে রাষ্ট্রদ্রোহীর দায়ে ফাসী দিয়ে আমার আ্ত্মার শান্তিরর ব্যবস্থা করে কিন্ত অন্যকোন শাস্তি আমি সহ্য করতে পারবনা৷ আমি বাংলাকে, বাংলার মানুষকে ভালবেসেছিলাম কিন্ত আমাকে মানুষ বুঝতে পারেনি৷ আমি কিছুই নই , সামান্য একজন কৃষান কন্যা কেবল বাংলার ইতিহাসে যে দ্বন্ধ, সংঘাতময় দিকগুলি রয়েছে কেবল তৃতীয় শক্তির মাধ্যমে তাকে হ্রাস করে বিভক্ত পতাকাকে কেবল একটি পতাকায় সনি্নবিস্ট করতে চেয়েছি মাত্র৷ কারন এই দ্বন্ধ, সংঘাত, হিংস্বাত্তক কার্যাবলী বাংলাদেশকে কেবল ধ্বংশের দিকে নিয়ে যাবে , আসছে সতাব্দির সেই বিরাট চ্যালেঞ্চ মোকাবিলা করা দেশের জন্য দুর্বিসহ হয়ে পড়বে৷ তাইত আমার সপ্নের এই তৃতীয় শক্তিটা বাংলাদেশের কল্যানের জন্য আজ জরুরী হয়ে পড়েছে বলে আমি মনে করি৷ তাই কোন ভয়ভীতি আমাকে আমার লক্ষ্য থেকে, সপ্ন থেকে বিচলিত করতে পারবে না৷ আজ আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ যারা সত্যিকারের মুসলিম, দেশপ্রেমিক, মানবতাবাদি সে যে দলেরই হোক না সকলেই একটি সোনার বাংলাদেশের ভাগ্য উন্নযনের জন্য কাজ করবেন ৷ তবে সবচেয়ে বড় কথা হবে আমরা আজ আমাদের দেশ ও জাতির জন্য কি করছি-আমাদের আগামী সন্তানদের জন্য কি করছি-আমাদের বাংলাদেশটি আজ বড়ই বিপন্ন যা অন্যান্য দেশের প্রতি দৃষ্টি দিলেই অনুভব করতে পারবেন৷ আজ একটি মাত্র কারনেই আমাদের ভাল মানুষগুলি এদেশ থেকে বিদেশে চলে যেতে বাধ্য করেছে আর করছে৷ যা আজ সত্যিই বেদনাদায়ক৷ আজ আমরা আমাদের মেধাগুলি হারিয়ে যাচ্ছে, আমরা তাদের ধরে রাখতে পারছি না৷নিজ ঘরের বাতি আজ অন্যের ঘরে আলো দিচ্ছে আর আমাদের ঘর আজ অন্ধকার৷ আমাদের সকল নেতারা মানুষ, দেবতা ৷ তাই আজ আজ তাদেও সকলের ভাল আর্দশগুলি একত্রিত করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট হিসেবে পৃথিবীর সামনে দাড় করাবার সপ্নটি যেন আমার দু:সপ্নে পরিনত না হয আজ আপনাদের কাছে আমার এতটুক অনুরোধ রইল৷ জয় হোক বাংলার৷ জয় হোক মানব ও মানবতার৷জয় হোক বাংলার গরীব,দু:খী ও অসহায় মানুষের। -কৃষান কন্যা রাহিলা কৃষি মন্ত্রনালয়৷(সাময়িক বরখাসত্ম) ৯ নভেম্বর, ২০১১ খ্রি:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।