আমাদের কথা খুঁজে নিন

   

সেই ভয়াল রাতের শহিদদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত সেই কালো রাত। পাকিস্তানী হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালীর উপর মর্টার,ট্যাঙ্ক আর মেশিনগান নিয়ে কাপুরুষের মত ঝাপিয়ে পড়েছিল। তীব্র আলোয় আলোকিত হল ঘুমিয়ে পড়া নগরীর আকাশ। মুহূর্তে ঝাঁঝরা হ্ল হাজার হাজার বাঙালীর বুক। কেউ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন।

কেউ ঘুমন্ত অবস্তায়ই পুড়ে ছাই হয়ে গেলেন। আক্রান্ত হলেন হাজার হাজার ছাত্র-জনতা-পুলিশ-শিশু-জওয়ান- বৃদ্ধ। মুহূর্তের মাঝে ঐ রাতের ঢাকা পরিণত হয়েছিল এক বিভীষিকাময় মৃত্যু-কূপে। ঢাকার বুকে তখন অগনিত লাশের মিছিল। রক্তের বন্যা।

রক্ত আর কান্নায় সুচনা হল বাঙালির ইতিহাসের সেই ভয়াল নৃশংস গণহত্যার - অপারেশন সার্চলাইট , ২৫শে মার্চ ১৯৭১। সেই ভয়াল রাতের শহিদদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান মাবুদের কাছে তাঁদের উপযুক্ত মর্যাদার দোয়া করছি। আমীন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।