শাফিক আফতাব---------------- রাত্রি গভীর। মাঝিরা নেমেছে খালে হাত দিয়েছে নরম খাঁচার জালে কেউ ঢুকেছে বাংকারে কেউ পাতাল রেলে ভ্রমণ করছে পুলকিত গহ্বরে। আমি এক আবহমান চুরুট জ্বেলে নিরবে জ্বলে যাই বাতাসের সাথে কথা বলে যাই অগ্ন্যৎপাত হৃদূয়ের ভেতরে মাছ নেই আমার শূন্য খালে রিক্ত হাতে বাতাস দেই নৌকোর পালে ছন্দ নেই আমার গানের তালে। রাত্রি গভীরে। মাঝিরা নেমেছে খালে তারা নরম মসৃণ মাছ ধরছে মাঝির যাদুর হাতের স্পর্শে মাছেরা আরামে আছে তবে বাংকারে যোদ্ধা ঢুকছে আর বন্দুক উঁচিয়ে ধরছে............. ১১.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।