আমাদের কথা খুঁজে নিন

   

এক সেকেন্ডেই জেনে নিন আপনার মডারেশন স্ট্যাটাস

নেশার লাটিম ঝিম ধরেছে চোখের তারায় রঙ জমেছে এখন কোন দুঃখ নেই নেই কোন ভাবনা এমনি করেই দিন যদি যায়, যাকনা. ব্লগিং জগতে একজন ব্লগারকে বিভিন্ন স্টেজ পার হতে হয়। যেমন এই ব্লগে একজন ব্লগারকে পরিপূর্ণ ব্লগার হতে বেশ কতগুলো স্টেজ পার হয়ে হয়। এগুলোকে বলে মডারেশন স্ট্যাটাস। চার ধরনের মডারেশন স্টেটাস আছে। এগুলো হল - ব্লকড, ওয়াচ, জেনারেল এবং সেফ।

নিচের ছবিতে দেখানো হল - কিভাবে জানবেন আপনার মডারেশন স্ট্যাটাস কি? প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন। এর পর ডান পাশে তাকান। অনেক গুলো বক্স দেখতে পাবেন। প্রথমে থাকবে নোটিশ বক্স। এর পর আপনার নাম ও ছবি সংবলিত এক্টি বক্স।

তার নিচের বক্সটিই মডারেশন স্ট্যাটাস এর বক্স। তাহলে আর নয়। এখনি দেখে নিন আপনার মডারেশন স্ট্যাটাসটি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।