আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাছ থিকা ঈদ উপহারগুলা বুইঝা লন।

অদেখাকে দেখার ইচ্ছা,অজানাকে জানার ইচ্ছা। হা, ঈদে তো ভালই গরু খাসি মারলেন। দেইখেন চিন্তা ভাবনা কইরা খাইয়েন। পরে আবার কইয়েন না আমরা কেউ সাবধান করি নাই। যাই হোক কিছু ঈদ উপহার দিমু বইলা ভাবছিলাম কাল থিকা।

কিন্তু সময় করবার পারি নাই। আজকে বইলাম আপনাগো লিগা কিছু উপহার লইয়া। মনে হয় উপহার গুলা ভালই পাইবেন। যাই হোক অনেক গুলান উপহার আনছি। ভালো লাগাড়টা লইয়া লন।

প্রথমেই দিলাম আমগো গোবিন্দ ভাইয়ের একখানা মুভি। নাম তার লুট। ডাউনলোড করবেনএইখান থিকা। এবার দিব আতিফ আসলাম ভাইয়ের একটা প্রি রিলিসড গান। গানটার নাম পিয়া অ পিয়া।

তেরে নাল লাভ হ গায়া মুভির গান। আমার কাছে তো ভালই লাগছে,মনে হয় আপ্নাগ কাছেও ভালই লাগবো। এইখান থেকে ডাউনলোড করেন ঈদে তো অনেক ছবি তুলবেন। ক্যামেরা তো পুরাই ভইরা ফালাইবেন ওইটা আমি জানি। কিন্তু সেই ছবিগুলাকে মনের মত এফেক্ট দিবেন তেমন কিছু সংগ্রহে আছেত? না থাকলে এইটা লন।

এবার দেখবেন ছবি তুলার আসল মজা। এইখান থেকে ডাউনলোড করেন আরও যদি কিছু মিছু লাগে তাইলে আমারে কমেন্ট কইরা জানাইয়েন। আমি দিয়া দিব। ভালো থাইকেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।