আমাদের কথা খুঁজে নিন

   

ফর ডেসপারেট-আম্লীগ-লাভারস

ভাল কাজের জন্য প্রশংসা প্রাপ্য, খারাপ কাজের জন্য নিন্দা। এটাই স্বাভাবিক। কিন্তু, বাঙ্গালীর তো রগে-রগে দোষ, তারা নিজেদের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালনের জন্যেও অতিরিক্ত ভক্তি-শ্রদ্ধা ও অঢেল সুযোগ-সুবিধা-উপঢৌকন পেতে চায়। এলাকার সিকিউরিটি গার্ড-মিউনিসিপ্যালটির পরিচ্ছন্ন কর্মকর্তা থেকে শুরু করে সরকারী দপ্তরের কর্মকর্তা পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য মানুষের কাছে দ্বারে-দ্বারে প্রশংসা আর উপঢৌকন ভিক্ষা চায়। সরকার-দলীয় ব্যাক্তিরা টিভি-ক্যামেরার সামনে একটা কথা বারংবার বলেন- "আপনারা আমাদের অমুক-তমুক খারাপ কাজের কথা বলেন, কিন্তু ভাল কাজগুলোর কথা বলেন না কেন? এত্ত ভাল কাজ করেছে কেউ আগে?" ... আরে বরাহ-নন্দনেরা, গরু মেরে জুতাদান করলে কি চলবে? তোদেরকে যেজন্য ক্ষমতায় পাঠানো হয়েছে, তোরা তা-ই করবি! এজন্য আবার তোদের পূজা করতে হবে?! সাথে আবার ফ্রি-ফ্রি দেশটা লুটেপুটে খাবি, আর আমরা হাততালি দিব? দেশের মানুষ যতদিন না অন্ধ দলপ্রেম বা নেতাভক্তি থেকে বের হয়ে না এসে দেশের কথা ভাববে না, ততদিন দেশটার কিচ্ছু হবে না! আর ৩০ লক্ষ মুক্তিযোদ্ধারা যে সম-অধিকারের জন্য প্রাণ দিয়ে গিয়েছেন, অযৌক্তিক কোটাপ্রথা তাদের সেই আত্মাহুতির প্রতি অপমান-স্বরূপ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।