আমাদের কথা খুঁজে নিন

   

[কেউ না নিকিতা, কেউ না!]

:আমি আর সেখানে ফিরে যাব না। যাব না। আমি সব সময়ই একা নিঃসঙ্গ। আমার কেউ নেই নিকিতা! না স্ত্রী, না সন্তান। আমি বাতাসের মতো মাঠে মাঠে ঘুরতে পছন্দ করি। আমি মরে গেলে কেউ স্মরণ করবে না। আমি এত ভীষণ একাকী যে, আমাকে সান্ত্বনা দেয়ার মতোও কেউ নেই, আমাকে দেখাশোনা করার মতোও কেউ নেই, এমনকি আমি যখন মাতাল হয়ে পড়ে থাকি, তখন বিছানায় নিয়ে যাবার মতোও কেউ নেই। কোথায় আমার অংশীদার? আমার প্রয়োজনীয়তা কোথায়? কে ভালোবাসবে আমায়? কেউ না নিকিতা, কেউ না।... :...নিকিতা! তোমার চেহারার মতোই সবকিছু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি; তারুণ্যের আনন্দ, বিশ্বাস, প্রেম, নারীর ভালোবাসা- নারী, নিকিতা, নারী! [সূত্র: দ্য সোয়ান সঙ:আন্তন চেখভ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।