ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ বছর কুরবানি হচ্ছে না।দীর্ঘদিনের রেওয়াজ মাফিক প্রতিবছর সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য পশু কুরবানি দেয়ার ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর তা করা হচ্ছে না।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, “বহুদিন থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরবানি দেয়া হয়ে আসছে। জিয়াউর রহমান সরকারের সময়ে দেয়া বেশ কিছু টাকা বিশ্ববিদ্যালয়ের একটা তহবিলে আছে, ওই টাকার লভ্যাংশ থেকে আবাসিক হলগুলোকে বিভিন্ন উৎসব উপলক্ষে কিছু টাকা দেয়া হতো। একইভাবে কুরবানির জন্যও ওই তহবিল থেকে টাকা দেয়া হতো।” তবে ঈদের ছুটিতে প্রতিটি হলে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী ঈদের দিন দুপুর বেলা হলগুলোতে খাবার সরবরাহ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।