জাগোর ফেবু ওয়াল-এ ঢু মারলাম বিনুদুন-এর আশায়,যাতে কমেন্ট পইরা বিনুদুন পাই জাগোর ওয়াল দেইখা খাইলাম টাস্কি যারা জাগোর ফটুক নিয়া পুষ্ট দিসেলো তাদের নামে লিগ্যাল নোটিশ যাবে,প্রয়োজনে হাই,সুপ্রীম কোর্ট যাবে,তবুও সবার নাকে খত দেয়াবে। ফলাফল কোর্ট-এ হবে ভীড়,মিডিয়ায় লেখালিখি,টিভি চ্যিনেল এর ছোটাছুটি,দেশে হবে নতুন ইস্যু। মহাজোট বলবে এটা সরকারকে অস্থিতিশিল করার জন্য বিরোধীদলের ষড়যন্ত্র । চারদল বলবে এটা আগামী ইলেকশন-এ কারচুপি করার জন্য সরকারের চাল। মাঝ খান দিয়া ভোদাই হয়া থাকব আমরা আমজনতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।